জানবো জগৎটাকেঃ 

১) বাংলাদেশের ধাতব মুদ্রা কয়টি ও কী কী? 

  উত্তরঃ ৮টি। যথা – ১ পয়সা, ৫ পয়সা, ১০ পয়সা, ২৫ পয়সা, ৫০ পয়সা, ১ টাকা , ২ টাকা ও            ৫ টাকা। 

২) বাংলাদেশের কাগজী নোট কয়টি ও কী কী? 

  উত্তরঃ ১০টি। যথা – ১ টাকা, ২ টাকা, ৫ টাকা, ১০ টাকা, ২০ টাকা, ৫০ টাকা, ১০০ টাকা,              ২০০ টাকা, ৫০০ টাকা ও ১০০০ টাকা। 

৩) কোন ধাতব মুদ্রায় বঙ্গবন্ধু বহুমুখী সেতুর ছবি আছে? 

  উত্তরঃ ৫ টাকার মুদ্রায়। 

৪) কোন নোটে জাতীয় মসজিদের ছবি আছে? 

  উত্তরঃ ১০ টাকার নোটে। 

৫) ৩টি ৫০ টাকার নোট, ২টি ১০০ টাকার নোট ও একটি ৫০০ টাকার নোট বিনিময় করে            কয়টি ৫ টাকার নোট পাবে? 

উত্তরঃ ১৭০টি। 

৬) পরিবার বলতে কী বুঝো? 

  উত্তরঃ মা-বাবা, ভাই-বোন, চাচা-চাচি, দাদা-দাদিদের নিয়ে একত্রে বসবাস করাকে পরিবার              বলে। 

৭) পরিবার কত প্রকার ও কী কী? 

  উত্তরঃ পরিবার দুই প্রকার। যথা – (১) একক পরিবার    (২) যৌথ পরিবার 

৮) একক পরিবার কাকে বলে? 

  উত্তরঃ যে পরিবারে মা-বাবা, ভাই-বোন বাস করে তাকে একক পরিবার বলে। 

৯) একক পরিবার কয় প্রকার ও কী কী? 

  উত্তরঃ একক পরিবার দুই প্রকার। যথা – 

          (১) ছোট পরিবার ( সদস্য ২ – ৪ জন ) 

          (২) বড় পরিবার ( সদস্য ৪ জনের অধিক ) 

১০) যৌথ পরিবার কাকে বলে? 

  উত্তরঃ যে পরিবারে মা-বাবা, ভাই-বোন, চাচা-চাচি, দাদা-দাদি একত্রে বসবাস করে তাকে                যৌথ পরিবার বলে। 

১১) তোমার ঠিকানা কীভাবে লিখবে? 

  উত্তরঃ       নামঃ ……………                        গ্রাম/মহল্লাঃ ………………….

            ডাকঘরঃ ………………                   পোস্ট কোর্ডঃ ……………………

          উপজেলাঃ ……………..                            জেলাঃ …………………….

১২) বাংলাদেশের জাতীয় ফলের নাম কী? 

  উত্তরঃ বাংলাদেশের জাতীয় ফলের নাম কাঁঠাল। 

১৩) বাংলাদেশের জাতীয় ফুলের নাম কী? 

  উত্তরঃ বাংলাদেশের জাতীয় ফুলের নাম শাপলা। 

১৪) বাংলাদেশের জাতীয় মাছের নাম কী? 

  উত্তরঃ বাংলাদেশের জাতীয় মাছের নাম ইলিশ। 

১৫) বাংলাদেশের জাতীয় পাখির নাম কী? 

 উত্তরঃ বাংলাদেশের জাতীয় পাখির নাম দোয়েল। 

১৬) বাংলাদেশের জাতীয় পশুর নাম কী? 

 উত্তরঃ বাংলাদেশের জাতীয় পশুর নাম রয়েল বেঙ্গল টাইগার।