শরৎচন্দ্রের উপন্যাসগুলোর নাম

‘শরৎচন্দ্র চট্টোপাধ্যায়’ (১৮৭৬-১৯৩৮) বাংলা উপন্যাসের সবচেয়ে জনপ্রিয় লেখক। তিনিই প্রথম সমাজের তৃণমূল পর্যায়ের মানুষের দুঃখ, বেদনা, হাসি-কান্না, আশা-আকাঙ্ক্ষার বাস্তব চিত্র উপন্যাসে তুলে ধরেছেন। তার উপন্যাসগুলোতে দাম্পত্য কলহ, পারিবারিক দ্বন্দ্ব, সমাজের সমালোচনা, সমাজবিরোধী অবৈধ প্রেম, সামাজিক ও রাজনৈতিক মতবাদ ইত্যাদি বিষয়গুলো চিত্রিত হয়েছে। তাঁর উপন্যাসগুলোর নাম দেওয়া হলো:

  1. বড়দিদি, ১৯১৩
  2. বিরাজবৌ, ১৯১৪
  3. পরিণীতা, ১৯১৪
  4. পন্ডিতমশাই, ১৯১৪
  5. মেজ দিদি, ১৯১৬
  6. পল্লী-সমাজ, ১৯১৬
  7. চন্দ্রনাথ, ১৯১৬
  8. বৈকুন্ঠের উইল, ১৯১৬
  9. অরক্ষণীয়া, ১৯১৬
  10. শ্রীকান্ত-প্রথম পর্ব, ১৯১৭
  11. নিষ্কৃতি, ১৯১৭
  12. দেবদাস, ১৯১৭
  13. চরিত্রহীন, ১৯১৭
  14. কাশীনাথ, ১৯১৭
  15. দত্তা, ১৯১৮
  16. স্বামী , ১৯১৮
  17. শ্রীকান্ত-দ্বিতীয় পর্ব, ১৯১৮
  18. ছবি, ১৯২০
  19. গৃহদাহ, ১৯২০
  20. বামুনের মেয়ে, ১৯২০
  21. দেনা পাওনা, ১৯২৩
  22. নব-বিধান, ১৯২৪
  23. পথের দাবী, ১৯২৬
  24. শ্রীকান্ত-তৃতীয় পর্ব, ১৯২৭
  25. শেষ প্রশ্ন, ১৯৩১
  26. শ্রীকান্ত-চতুর্থ পর্ব, ১৯৩৩
  27. বিপ্রদাস, ১৯৩৫
  28. শুভদা, ১৯৩৮
  29. শেষের পরিচয় ,১৯৩৯
  30. বর
  31. পরিনীতা

বিশেষ দ্রষ্টব্যঃ উপরের লেখায় কোন ভুল থাকে তাহলে দয়া করে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা সেটা ঠিক করে দেওয়ার চেষ্টা করবো, ধন্যবাদ।