শরৎচন্দ্রের উপন্যাসগুলোর নাম
‘শরৎচন্দ্র চট্টোপাধ্যায়’ (১৮৭৬-১৯৩৮) বাংলা উপন্যাসের সবচেয়ে জনপ্রিয় লেখক। তিনিই প্রথম সমাজের তৃণমূল পর্যায়ের মানুষের দুঃখ, বেদনা, হাসি-কান্না, আশা-আকাঙ্ক্ষার বাস্তব চিত্র উপন্যাসে তুলে ধরেছেন। তার উপন্যাসগুলোতে দাম্পত্য কলহ, পারিবারিক দ্বন্দ্ব, সমাজের সমালোচনা, সমাজবিরোধী অবৈধ প্রেম, সামাজিক ও রাজনৈতিক মতবাদ ইত্যাদি বিষয়গুলো চিত্রিত হয়েছে। তাঁর উপন্যাসগুলোর নাম দেওয়া হলো:
- বড়দিদি, ১৯১৩
- বিরাজবৌ, ১৯১৪
- পরিণীতা, ১৯১৪
- পন্ডিতমশাই, ১৯১৪
- মেজ দিদি, ১৯১৬
- পল্লী-সমাজ, ১৯১৬
- চন্দ্রনাথ, ১৯১৬
- বৈকুন্ঠের উইল, ১৯১৬
- অরক্ষণীয়া, ১৯১৬
- শ্রীকান্ত-প্রথম পর্ব, ১৯১৭
- নিষ্কৃতি, ১৯১৭
- দেবদাস, ১৯১৭
- চরিত্রহীন, ১৯১৭
- কাশীনাথ, ১৯১৭
- দত্তা, ১৯১৮
- স্বামী , ১৯১৮
- শ্রীকান্ত-দ্বিতীয় পর্ব, ১৯১৮
- ছবি, ১৯২০
- গৃহদাহ, ১৯২০
- বামুনের মেয়ে, ১৯২০
- দেনা পাওনা, ১৯২৩
- নব-বিধান, ১৯২৪
- পথের দাবী, ১৯২৬
- শ্রীকান্ত-তৃতীয় পর্ব, ১৯২৭
- শেষ প্রশ্ন, ১৯৩১
- শ্রীকান্ত-চতুর্থ পর্ব, ১৯৩৩
- বিপ্রদাস, ১৯৩৫
- শুভদা, ১৯৩৮
- শেষের পরিচয় ,১৯৩৯
- বর
- পরিনীতা
বিশেষ দ্রষ্টব্যঃ উপরের লেখায় কোন ভুল থাকে তাহলে দয়া করে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা সেটা ঠিক করে দেওয়ার চেষ্টা করবো, ধন্যবাদ।
Leave a comment