ভাষাবিজ্ঞানী ডােনাল্ড ডেভিডসন তার Sementics of Logic (1967) গ্রন্থে শব্দার্থ বিশ্লেষণের সত্য-সাপেক্ষ তত্ত্বটির কথা প্রথম ব্যক্ত করেন।


শব্দার্থের সত্যসাপেক্ষ তত্ত্বটির মূল কথা হচ্ছে যে, যখন আমরা কোনাে বাক্যকে সত্য বলে জ্ঞান করি বা বাস্তব সত্যের ভিত্তিতে রচিত বলে মনে করি, তখন সেই বাক্যের অন্তর্গত শব্দগুলি সম্পর্কে আমাদের মধ্যে একটি অর্থের বােধ গড়ে ওঠে। অর্থাৎ, এই তত্ত্বানুসারে বাক্যের সত্যাসত্যের উপরই শব্দের অর্থ নির্ভর করে। যেমন一 “পাহাড়ের গায়ে সাদা বরফ জমেছে।”


এখন যদি উপরের বাক্যটি সত্য হয় বা বাক্যটি বাস্তব সত্যের ভিত্তিতে রচিত হয় তাহলে আমরা

বরফের রং সাদা।

বরফ জমে যেতে পারে।

পাহাড়ে বরফ দেখা যায়।

ইত্যাদি বৈশিষ্ট্যের সাহায্যে ‘বরফ’ শব্দের অর্থটিকে সুস্পষ্টভাবেই অনুধাবন করতে পারি।


এক্ষেত্রে উল্লেখ্য যে, শব্দের অর্থ-বিশ্লেষণে সত্য-সাপেক্ষ তত্ত্বটিকে প্রয়ােগ করার ক্ষেত্রে ভাষার প্রাকৃতিক রূপটিকে গ্রহণ করতে হবে। অর্থাৎ ভাষায় উচ্চারিত বাক্যের বক্তব্যের সঙ্গে বাস্তব অভিজ্ঞতার বা বৃহত্তর বা গভীরতর সত্যের ইঙ্গিত থাকা চাই। কোনাে কৃত্রিম বাক্য বা মনগড়া ভাষা দিয়ে শব্দের অর্থ বিশ্লেষণের চেষ্টা এই তত্ত্বের পরিপন্থী। যেমন -“বরফ হয় কালাে।”


এই অবাস্তব বাক্যের অন্তর্গত ‘বরফ’ শব্দের অর্থ বিশ্লেষণ করে আমরা যদি বলি বরফ কালাে রঙের হয়’, তাহলে ‘বরফ’-এর অর্থটি বাস্তবের সঙ্গে সংগতিহীন এবং অর্থহীন হয়ে পড়ে।


শব্দার্থের বিষয়মূলক তত্ত্বটি আলােচনা করাে। 

সমার্থকতা বিষয়টি নিয়ে সংক্ষেপে আলােচনা করাে। 

বিপরীতার্থকতা ও ব্যাপকার্থকতা সম্বন্ধে সংক্ষেপে আলােচনা করাে। 

থিসরাস-এর বিস্তৃত বর্ণনা দাও। 

বাক্যতত্ত্বের প্রয়ােগতত্ত্ব বিষয়টি আলােচনা করাে। 

শব্দের অর্থ বিশ্লেষণের ক্ষেত্রে তিনটি প্রধান তাত্ত্বিক ধারণার সংক্ষিপ্ত পরিচয় দাও। 

অর্থগত দিক থেকে শব্দের পারস্পরিক সম্পর্কের বিভিন্নতা নির্দেশ করাে। 

অথবা, উদাহরণসহ যে-কোনাে দুটি বিভাগের পরিচয় দাও: সমার্থকতা, বিপরীতার্থকতা, ব্যাপকার্থকতা। 

শব্দার্থ পরিবর্তনের ধারা ক-টি ভাগে বিভক্ত ও কী কী? যে-কোনাে একটি ভাগ উদাহরণসহ বুঝিয়ে দাও। 

অথবা, শব্দার্থের রূপান্তর বা সংশ্লেষ বলতে কী বােঝ ? উদাহরণ দাও। 

সূচনা পর্ব থেকে আধুনিক যুগ পর্যন্ত বাংলা গানের ধারা সম্পর্কে আলােচনা করাে। 

বাংলা গানের আদিপর্ব সম্পর্কে যা জান লেখাে। 

বৈয়ব পদাবলীকে কেন্দ্র করে গড়ে ওঠা বাংলা কীর্তনগান সম্পর্কে সংক্ষেপে আলােচনা করাে। 

বাংলা গানের ইতিহাসে কবিওয়ালাদের অবদান সম্পর্কে যা জান লেখাে। 

অথবা, বাংলা গানে কবিগানের গুরুত্ব আলােচনা করাে।