শক্তিস্তরঃ  পরমাণুতে ইলেকট্রনসমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতকগুলো নির্দিষ্ট অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে সর্বদা নিউক্লিয়াসকে পরিভ্রমণ করে। এ কক্ষপথ গুলো নির্দিষ্ট শক্তির হয়ে থাকে। একটি নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রন পরিভ্রমণ কালে শক্তি শোষণ বা বিকিরণ কোনটাই করে না। এসব কক্ষপথকে শক্তিস্তর বলে।