শক্তিমাত্রার উপর ভিত্তি করে লিগ্যান্ড দুই রকম।
১. Weak field লিগ্যান্ড।
যেমনঃ H₂O ; NO ; PH₃ ; R-NH₂ ;
R-O-R ; C₆H₅-NH₂ ইত্যাদি।
এই ধরনের লিগ্যান্ড দ্বারা সৃষ্ট জটিল যৌগের বর্ণ হালকা হয়।
২. Strong field লিগ্যান্ড।
NH₃ ; SCN- ; CO ; CN- ইত্যাদি।
এই ধরনের লিগ্যান্ড দ্বারা সৃষ্ট জটিল যৌগের বর্ণ গাঢ় হয়।
Leave a comment