মরিচাঃ লোহার তৈরি কোন জিনিসকে আর্দ্র বাতাসে দীর্ঘদিন রেখে দিলে এর উপরিভাগে বাদামী বর্ণের সহজে অপসারণযোগ্য একটি আস্তরণ সৃষ্টি হয়। যার ফলে লোহা ক্ষয়প্রাপ্ত হয় এবং লোহার স্বাভাবিক চাকচিক্য নষ্ট হয়ে যায়। লোহার উপর সৃষ্ট এই বাদামী বর্ণের আস্তরণকে মরিচা (Fe₂O₃.3H₂O) বলে। এতে ধাতুর পৃষ্ঠতল ক্ষয়প্রাপ্ত হয়। মরিচা ঝাঁঝরা জাতীয় পদার্থ হওয়ায় এর ভেতর দিয়ে বাতাসের অক্সিজেন ও জলীয়বাষ্প ঢুকে লোহার পৃষ্ঠকে ক্রমাগত ক্ষয় করতে থাকে।
এভাবে লোহার তৈরি পুরো জিনিসটি একসময় নষ্ট হয়ে যায়।
2Fe +3/2 O₂+3H₂O —–> 2Fe(OH)₃
2Fe(OH)₃ —–> Fe₂O₃.3H₂O
Leave a comment