লোহার ল্যাটিন নাম Ferrum.
এর প্রতীক Fe.
আমরা বিভিন্ন কাজে লোহা ব্যবহার করি।
আমরা বিভিন্ন কাজে লোহা ব্যবহার করি।
লোহার ব্যবহার নিচে উল্লেখ করা হলো-
১. ঢালাই কাজের জন্য এবং ঢালাই কারখানায় বিভিন্ন দ্রব্য প্রস্তুত করতে ঢালাই লোহা ব্যবহার করা হয়।
২. শিকল, তার, তারজালি, বৈদ্যুতিক চুম্বুক, পিয়ানোর তার প্রভৃতি তৈরিতে পেটা লোহা ব্যবহার করা হয়।
৩. রেলের চাকা ও লাইন, ইঞ্জিন, জাহাজ, পুল, যানবাহন, দালান কোঠার রোড হতে আরম্ভ করে সূঁচ পর্যন্ত অনেক ধরনের যন্ত্রপাতি ও দ্রব্য তৈরিতে ইস্পাত ব্যবহার করা হয়।
Leave a comment