স্পেনীয় শব্দ লা নিনা এর অর্থ হল শান্ত মেয়ে প্রকৃতপক্ষে এল নিনাে দুর্বল হয়ে লা নিনাতে পরিণত হয়। পেরুর জেলেরা সর্বপ্রথম এল নিনোের প্রাদুর্ভাব লক্ষ করেন। সাধারণত ডিসেম্বর মাসে ক্রমশ আবহাওয়া শীতল হতে শুরু করে, তখনই তাকে বলা হয় লা নিনা।
কোনাে স্বাভাবিক বছরে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে গভীর নিম্নচাপ এবং পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উচ্চচাপ অবস্থান করে। এর ফলে নিম্নচাপের বায়ু উধ্বর্গামী হয়ে দক্ষিণ-পূর্ব এশিয়া-সহ, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়ায় প্রচুর বৃষ্টিপাত ঘটায় এবং প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে উচ্চচাপের দরুন শুষ্ক ও শীতল আবহাওয়ার বিরাজ করে। এখানে বায়ু নিম্নমুখী হয়। এই ঘটনাটিকে La-Nina বলে। সাম্প্রতিককালে 1995, 1998-2000, 2008 খ্রিস্টাব্দে লা নিনা ঘটনা ঘটে।
স্পেনীয় শব্দ টর্নেডাের অর্থ বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি। টর্নেডোে পৃথিবীর সর্বাপেক্ষা দ্রুতগামী অতি বিধ্বংসী ঘূর্ণিঝড়। মার্কিন যুক্তরাষ্ট্রে এই ঝড় টুইস্টার নামে পরিচিত। অতি অল্প স্থান জুড়ে অত্যন্ত শক্তিশালী নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হলে টর্নেডাে সৃষ্টি হয়।
-
ভূপৃষ্ঠে এর ব্যাস হয় প্রায় 100 থেকে 500 মিটার পর্যন্ত।
-
টর্নেডাের কেন্দ্রে বায়ুর চাপ থাকে 900 মিলিবারেরও কম।
-
খুব অল্প পরিসর স্থানে বায়ুরচাপের পার্থক্য অধিক হওয়ায় বায়ুর চাপটাল হয় খুব খাড়া। ফলে, বাতাসের গতিবেগ হয়। প্রায় 200 থেকে 500 কিমি প্রতি ঘণ্টায়। তাই, টর্নেডোের প্রভাবে ভূপৃষ্ঠের ওপর সমস্ত কিছুই ধূলিসাৎ হয়ে যায়।
-
পৃথিবীর প্রায় 90 শতাংশ টর্নেডাে আমেরিকা যুক্তরাষ্ট্রের মিসিসিপি উপত্যকায় ঘটে থাকে।
-
টর্নেডাে ক্ষণস্থায়ী ও বিধ্বংসী।
-
টর্নেডাের প্রভাবে সমুদ্রে জলস্তম্ভের সৃষ্টি হয়।
-
টর্নেডাে কখনও একা, আবার কখনও একাধিক টর্নেডাে পাশাপাশি গড়ে ওঠে টর্নেডাে পরিবার সৃষ্টি করে।
-
টর্নেডাে সাধারণত বসন্ত ও গ্রীষ্মকালে আবির্ভূত হয়।
Leave a comment