নাইট্রাস অক্সাইডকে (N₂O) লাফিং গ্যাস বলা হয়। এর মৃদু মিষ্টি গন্ধ আছে। এটি বর্ণহীন এবং কক্ষতাপমাত্রায় নিষ্ক্রিয়। এটি মৃদু চেতনানাশক হিসেবেও ব্যবহার করা হয়।
লাফিং গ্যাস বলার কারণঃ নাইট্রাস অক্সাইডের গন্ধ নিলে স্নায়ুতন্ত্রে উত্তেজনা ঘটিয়ে হাসির উদ্রেক সৃষ্টি করে। তাই নাইট্রাস অক্সাইডকে লাফিং গ্যাস বলা হয়।
প্রস্তুতিঃ
অ্যামোনিয়াম ক্লোরাইড ও সোডিয়াম নাইট্রেট এর মিশ্রণকে উত্তপ্ত করলে অ্যামোনিয়াম নাইট্রেট উৎপন্ন হয়। এই অ্যামোনিয়াম নাইট্রেটকে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে নাইট্রাস অক্সাইড বা লাফিং গ্যাস উৎপন্ন হয়।
NH₄Cl + NaNO₃ —–>NH₄NO₃ + NaCl
NH₄NO₃ ——> N₂O + 2H₂O
Leave a comment