লবণ সেতু এর ব্যবহার।

 


গ্যালভানিক কোষে লবণ সেতু ব্যবহার করা হয়। এর ব্যবহার নিম্নরূপ :

১. গ্যালভানিক কোষের অ্যানোড ও ক্যাথোডের মধ্যে পরোক্ষ সংযোগ সৃষ্টি করে।

২. অ্যানোড ও ক্যাথোডে ধনাত্মক ও ঋণাত্মক আধান সরবরাহ করে।


৩. গ্যালভানিক কোষে নিয়মিত বিদ্যুৎ প্রবাহ বজায় রাখে।