প্রশ্নঃ রুশাের সার্বভৌমত্বের বৈশিষ্ট্যসমূহ আলােচনা কর।
অথবা, রুশাের সার্বভৌমত্বের বৈশিষ্ট্যসমূহ লিখ।

ভূমিকাঃ সাধারণ ভাষায় রাষ্ট্রের চরম ক্ষমতাই হচ্ছে সার্বভৌমত্ব। রুশাের মতে, সার্বভৌম ক্ষমতা নিজে অন্য আইন বিধি-বিধানে দ্বারা সীমিত হতে পারে না। বহিঃরাষ্ট্রীয় ক্ষেত্রে তার সার্বভৌম ক্ষমতা সম্পূর্ণ স্বাধীন ও বাধাবন্ধনহীন এবং অভ্যন্তরীণ ক্ষেত্রে তা সকল নাগরিক ও সংস্থার ওপর চরম কর্তৃত্বের অধিকারী।

রুশাের সার্বভৌম তত্ত্বের বৈশিষ্ট্যসমূহঃ রুশাের সার্বভৌম তত্ত্ব বিশ্লেষণ করলে কিছু বৈশিষ্ট্য পাওয়া যায়। নিম্নে রুশাের সার্বভৌমত্বের বৈশিষ্ট্যসমূহ সংক্ষেপে আলােচনা করা হলাে-

(১) সার্বভৌমতা চূড়ান্তঃ সার্বভৌমিকতা চূড়ান্ত ও সর্বাত্মক। বাহ্যিক কোনাে শক্তি জনগণের ওপর সার্বভৌম কর্তৃত্ব প্রয়ােগ করা না। সাধারণ ইচ্ছা অর্থাৎ জনগণের ইচ্ছায় জনগণের ওপর কর্তৃত্ব করে, তাই এটি চূড়ান্ত।

(২) অবিচ্ছেদ্য ও অবিভাজ্যঃ রুশাের সার্বভৌমত্বের অন্যতম বৈশিষ্ট্য হলাে এটি অবিচ্ছদ্য ও অবিভাজ্য। রুশাের মতে, রাষ্ট্রের চারিত্রিক বৈশিষ্ট্য ক্ষুন্ন না করে সার্বভৌম ক্ষমতা অন্যকোনাে ব্যক্তি বা সংস্থার নিকট হস্তান্তর করা যায় না। কিংবা বিভিন্ন ব্যক্তি বা সংস্থার মধ্যে সমঅধিকারের ভিত্তিতে তা বণ্টন করে দেয়া যায় না।

(৩) সার্বভৌমত্ব প্রতিনিধিত্বহীনঃ রুশাের মতে, সার্বভৌম নিজে ছাড়া অন্য কেউ তার প্রতিনিধিত্ব করতে পারে না। সার্বভৌমত্বের প্রতিনিধিত্ব একমাত্র সার্বভৌমই করতে পারে।

(৪) সার্বভৌমত্ব অভ্রান্তঃ সার্বভৌমত্বে যেহেতু সকলের কল্যাণ প্রতিষ্ঠিত করা হয়, সেহেতু সার্বভৌমত্বে কোনাে ভুল হতে পারে না, এটি অভ্রান্ত।

(৫) হস্তান্তর অযােগ্যঃ সার্বভৌমে এমন এক সত্তা থাকে যা হস্তান্তর করা যায় না।

পরিশেষঃ পরিশেষে বলা যায়, রুশাে যে সার্বভৌমের কথা বলেছেন তা অদূষণীয়, অবিচ্ছেদ্য, প্রতিনিধিতের অযােগ্য, অবিভাজ্য ও অবিনশ্বর। তার সার্বভৌমত্ত্বের কিছু সমালােচনা থাকা সত্ত্বেও রাষ্ট্রবিজ্ঞানে তার এই তত্তের অবদান ব্যাপক।