প্রশ্নঃ রােমে প্যাট্রিসিয়ান ও প্লেবিয়ানদের মধ্যে সংঘাতের কারণ বর্ণনা কর।

ভূমিকাঃ মানবসভ্যতার ইতিহাসে রােমান সভ্যতার অবদান অপরিসীম। আর প্রাচীন রােম সাম্রাজ্যে দু’টি উল্লেখযােগ্য জাতি-শ্রেণি হলাে প্যাট্রিসিয়ান ও প্লেবিয়ান। ভূ-স্বামী ও অভিজাতরা ছিল প্যাট্রিসিয়ান আর কারিগর ও বণিকদের সমন্বয়ে গঠিত ছিল প্লেবিয়ান। রােম প্রশাসনের উচ্চ পর্যায়ে অধিষ্ঠিত ছিল অভিজাত শ্রেণি। আর তারাই ছিল প্যাট্রিসিয়ান। এ ছাড়া ছােট খাট পদে আসীন ছিল সাধারণ নাগরিক, তারা প্লেবিয়ান। এ প্রজাতন্ত্রের প্রথম, দু’শত বছরের ইতিহাস ছিল প্রেট্রিসিয়ান ও প্লেবিয়ানদের মধ্যকার সংঘর্ষের কাহিনীতে পরিপূর্ণ।

প্যাট্রিসিয়ান ও প্লেবিয়ানদের মধ্যে সংঘর্ষের কারণঃ রােমে প্যাট্রিসিয়ান ও প্লেবিয়ানদের মধ্যে দ্বন্দ্বের বহুবিধ কারণ ছিল। নিম্নে এগুলাে বর্ণনা করা হলাে:

(১) রাজনৈতিক কারণঃ রাজনৈতিক ক্ষেত্রে প্যাট্রিসিয়ানরা সব ধরনের সুযােগ-সুবিধা ভােগ করতাে। তাদের মধ্য থেকে কন্সল নিযুক্ত করা হতাে। বয়স্ক কাউন্সিল ও সিনেটের সদস্য তারা হতাে। অন্যদিকে প্লেবিয়ানরা রাজনৈতিক সুযােগ-সুবিধা থেকে বঞ্চিত হতাে।

(২) সরকারি পদঃ সরকারি পদগুলােতে নিয়ােগের ক্ষেত্রেও প্যাট্রিসিয়ান ও প্লেবিয়ানদের মধ্যে বৈষম্য পরিলক্ষিত হয়। প্যাট্রিসিয়ানরা ম্যাজিস্ট্রেট, পুরােহিত ও অন্যান্য রাজকীয় বড় বড় পদগুলাে দখল করে নিত। আর শুধু সেন্টুরিয়া সভাতে কিছুসংখ্যক আসন প্লেবিয়ানরা পেত। তারা কেবল ম্যাজিস্ট্রেটের প্রস্তাবগুলাে সমর্থন করতে পারতাে। তাই এ সভাতেও প্লেবিয়ানরা নির্যাতিত হতাে।

(৩) সামাজিক কারণঃ প্যাট্রিসিয়ানরা সব ধরনের সামাজিক সুবিধা ভােগ করতাে। অত্যাচারী প্যাট্রিসিয়ান ম্যাজিস্ট্রেটদের শাসনে তাদের জীবন ও সম্পত্তির কোনাে নিরাপত্তা ছিল না। সংখ্যাগরিষ্ঠ প্লেবিয়ানরা সব দিক দিয়ে বঞ্চিত ছিল। এক দিকে তারা ছিল করভারে জর্জরিত, অন্যদিকে সেনাবাহিনীতে যােগদান করা ছিল তাদের পক্ষে বাধ্যতামূলক। মােটকথা তারা সামাজিক সুযােগ-সুবিধা থেকে বঞ্চিত ছিল।

(৪) বিচার ব্যবস্থাঃ বিচার বিভাগেও প্যাট্রিসিয়ানরা সুবিধা পেত। রােমান আইন লিপিবদ্ধ না হওয়াতে প্লেবিয়ানরা তাদের অধিকার সম্পর্কে অবগত ছিল না। প্যাট্রিসিয়ান দলভুক্ত রােমান কন্সালরা যেভাবে খুশি সেভাবে আইনের ব্যাখ্যা করত। অনেক ক্ষেত্রে প্লেবিয়ানরা ঋণের দায়ে ক্রীতদাসে পরিণত হয়।

(৫) বিদ্রোহ ঘােষণাঃ রােমে প্যাট্রিসিয়ান ও প্লেবিয়ান দ্বন্দ্ব অবশেষে চরম আকার ধারণ করে। একসময় প্যাট্রিসিয়ানদের অত্যাচার ও অবিচারের মাত্রা বেড়ে যায়। আর প্যাট্রিসিয়ানদের অত্যাচার ও অবিচারের ফলে প্লেবিয়ানরা বিদ্রোহ ঘােষণা করে। তাদের এ সংগ্রাম প্রায় দুইশ বছর পর্যন্ত চলে। অবশেষে প্লেবিয়ানরা তাদের অধিকার লাভ করে।

পরিশেষঃ পরিশেষে বলা যায় যে, সভ্যতার ইতিহাসে প্যাট্রিসিয়ান ও প্লেবিয়ান দ্বন্দ্ব একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তবে তাদের সংগ্রাম অতি শান্তিপূর্ণ উপায়ে সংঘটিত হয়। এতে প্লেবিয়ানরা লাভবান হয় এবং তারা রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও বিচার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সুযােগ-সুবিধা লাভ করে।