প্রত্যেক রাসায়নিক বিক্রিয়া কিছু নির্দিষ্ট নিয়ম অনুসারে ঘটে থাকে। যাদেরকে একত্রে সংযোগ সূত্র বলে।

রাসায়নিক সংযোগ সূত্রঃ  যেসব সুনির্দিষ্ট নিয়ম অনুসরণ করে দুই বা ততোধিক মৌলিক বা যৌগিক পদার্থ যুক্ত হয়ে এক বা একাধিক নতুন 

পদার্থ উৎপন্ন করে সেসব সুনির্দিষ্ট নিয়মকে রাসায়নিক সংযোগ সূত্র বলে।

রাসায়নিক সংযোগ সূত্র গুলি হচ্ছে: 

স্থির অনুপাত সূত্র, গ্যাস আয়তন সূত্র, গুণানুপাত সূত্র, বিপরীত অনুপাত সূত্র, ভরের নিত্যতা সূত্র।