কোন রাসায়নিক বিক্রিয়া সংগঠনের জন্য আলোর ভূমিকা অপরিসীম। কিছু বিক্রিয়া আছে যারা আলোর উপস্থিতিতে সংঘটিত হয়।
 

যেমনঃ নাইট্রিক এসিডের বিয়োজন। গাঢ় নাইট্রিক এসিড আলোর উপস্থিতিতে বিয়োজিত হয়ে বাদামি বর্ণের নাইট্রোজেন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করে। 

আবার হাইড্রোজেন ও ক্লোরিন গ্যাস আলোর উপস্থিতিতে বিক্রিয়া করে হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন করে।

আবার কিছু বিক্রিয়া আছে যেগুলি অন্ধকারে সংগঠিত হয়। 

যেমনঃ স্টার্চ থেকে ইথানল উৎপাদন।
 

সুতরাং বলা যায়, রাসায়নিক বিক্রিয়া সংগঠনের ক্ষেত্রে আলোর ভূমিকা অপরিসীম।