রাসায়নিক বিক্রিয়ায় বিদ্যুৎ প্রবাহের যথেষ্ট গুরুত্ব আছে। 

হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাস উৎপন্ন করতে পানিতে বিদ্যুৎপ্রবাহ চালনা করতে হয়। 

   2H₂O ——> 2H₂ + O₂

লবণ পানির মধ্যে দিয়ে বিদ্যুৎ চালনা করলে কস্টিক সোডা, হাইড্রোজেন ও ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়।

NaCl+H₂O ——>NaOH+H₂+Cl₂

এছাড়া অক্সিজেনের মধ্যে দিয়ে নিঃশব্দে বিদ্যুৎক্ষরণের মাধ্যমে ওজোন গ্যাস তৈরি করা হয়। 

    3O₂ ——> 2O₃

অতএব, উপরোক্ত বিশ্লেষণ থেকে দেখা যায় রাসায়নিক বিক্রিয়া সংগঠনের ক্ষেত্রে বিদ্যুৎ প্রবাহের গুরুত্ব অনেক।