রাসায়নিক বিক্রিয়া সংগঠনের প্রথম শর্ত হচ্ছে বিক্রিয়ক সমূহের মধ্যে সংঘর্ষ ঘটতে হবে। সংঘর্ষের জন্য বিক্রিয়ক সমূহের পরস্পরের সংস্পর্শে আসা দরকার। বিক্রিয়ক সমূহকে পরস্পরের সংস্পর্শে আনার জন্য দ্রবণ একটি উত্তম মাধ্যম হিসেবে কাজ করে।
যেমনঃ সোডিয়াম ক্লোরাইড ও সিলভার নাইট্রেটের শুষ্ক গুঁড়া একত্রে মেশালে কোন বিক্রিয়া ঘটে না। কিন্তু তাদের দ্রবণকে একত্রে মিশ্রিত করলে বিক্রিয়া সংঘটিত হয়ে সিলভার ক্লোরাইডের অধঃক্ষেপ উৎপন্ন করে। অর্থাৎ বিক্রিয়ক সমূহকে পরস্পরের ঘনিষ্ঠ সংস্পর্শে আনার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে তাদেরকে দ্রবীভূত করে দ্রবণকে মিশ্রিত করা। এর ফলে দ্রবণের বিক্রিয়ক সমূহ সহজে পরস্পরের সংস্পর্শে আসতে পারে।
NaCl(s) + AgNO₃(s) —–> কোন বিক্রিয়া হয় না।
NaCl(aq) + AgNO₃(aq) ——> AgCl(s) + NaNO₃(aq)
এজন্যে রাসায়নিক বিক্রিয়া সংগঠনের জন্য দ্রবণ একটি উৎকৃষ্ট মাধ্যম হিসেবে কাজ করে।
Leave a comment