রাসায়নিক বিক্রিয়ায় তাপের প্রভাব বেশ গুরুত্বপূর্ণ। অনেক রাসায়নিক বিক্রিয়া আছে যেগুলো সাধারণ তাপমাত্রায় সংঘটিত হয়। কিন্তু কিছু রাসায়নিক বিক্রিয়া আছে যেগুলো সাধারণ তাপমাত্রায় সংঘটিত হয় না। এই বিক্রিয়া গুলিকে সংগঠনের জন্য উচ্চ তাপমাত্রার প্রয়োজন হয়। 

যেমনঃ সাধারণ তাপমাত্রায় KClO₃ বিয়োজিত হয় না। তবে KClO₃ একে তাপ প্রয়োগ করলে বিয়োজিত হয়ে পটাশিয়াম ক্লোরাইড ও অক্সিজেন গ্যাস উৎপন্ন করে। 

 2KClO₃——> 2KCl + 3O₂

এজন্য বলা যায় রাসায়নিক বিক্রিয়ায় তাপের গুরুত্ব অপরিসীম।