রাসায়নিক পরিবর্তন হতে হলে অবশ্যই বিক্রিয়ক পদার্থসমূহ পরস্পরের মধ্যে সংঘর্ষের মাধ্যমে বিক্রিয়া ঘটাতে হবে। 

যেমনঃ  কার্বন ও অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। এটি একটি রাসায়নিক পরিবর্তন। এ পরিবর্তনের পূর্বে কার্বন ও অক্সিজেন যখন স্বতন্ত্র অবস্থায় ছিল তখন তাদের শতকরা সংযুতি শতভাগ (100%) ছিল। 

কিন্তু রাসায়নিক পরিবর্তনের পর যখন কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছে তখন এর মধ্যে কার্বন ও অক্সিজেনের শতকরা সংযুতি যথাক্রমে 27.27%  ও 72.73%। 

সুতরাং এ থেকে বোঝা যায়, রাসায়নিক পরিবর্তনে পদার্থের রাসায়নিক সংযুতির পরিবর্তন হয়।