রাসায়নিক পরীক্ষা-নিরীক্ষা কার্যে যে নমুনা ব্যবহার করা হয় তাদের আর্দ্রতা রক্ষা করা প্রয়োজন। 

যেমনঃ প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ ব্যবহার করে যেকোনো ঘনমাত্রার প্রমাণ দ্রবণ তৈরি করা হয়। এই প্রমাণ দ্রবণের মাধ্যমে কোন রাসায়নিক বিশ্লেষণ সম্পন্ন করা হয়। রাসায়নিক নমুনাটি যদি আর্দ্র হয় তবে বিশ্লেষণী কাজে ত্রুটি দেখা দেয়। রাসায়নিক নমুনায় আর্দ্রতা বজায় রাখার জন্য সব সময় পরিষ্কার ও শুষ্ক পাত্রে নমুনা ব্যবহার করতে হবে। এছাড়া ওজন পরিমাপক ব্যালেন্সের পাল্লা পানি বা ধুলাবালি মুক্ত রাখতে হবে। তবে নমুনাকে যে পাত্রে সংগ্রহ করা হয় সে পাত্রে কর্ক ব্যবহার করা যাবে না। কারণ কর্কের পানি শোষণ বা ত্যাগ করার প্রবণতা থাকে।