অথবা, রাষ্ট্রের অপরিহার্য উপাদানগুলাে সংক্ষেপে লিখ।
ভূমিকাঃ বর্তমান সভ্যজগতে রাষ্ট্র একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংগঠন। রাষ্ট্র নামক এ রাজনৈতিক সংগঠনটি সভ্যতার বহু পর্যায় অতিক্রম করে আধুনিক পর্যায়ে উপনীত হয়েছে। এ সংগঠনের মধ্যেই আমরা বসবাস করি, লালিত পালিত হই এবং মৃত্যুবরণ করি। রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটল যথার্থই বলেছেন, মানুষ জন্মগতভাবে সামাজিক ও রাজনৈতিক জীব। রাষ্ট্র একটি বিবর্তনমূলক ও সমাজ নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান।
রাষ্ট্রের উপাদানঃ রাষ্ট্রের উপাদান চারটি। যথা- (১) নির্দিষ্ট ভূ-খন্ড, (২) স্থায়ী জনসমষ্টি, (৩) সরকার ও (৪) সার্বভৌমত্ব। নিম্নে রাষ্ট্রের উপাদানগুলাের সংক্ষিপ্ত বিবরণ দেয়া হলাে-
(১) নির্দিষ্ট ভূ-খন্ডঃ কোনাে রাষ্ট্রের অবশ্যই একটি সুনির্দিষ্ট ভূ-খন্ড থাকবে। নির্দিষ্ট ভূ-খ ব্যতীত রাষ্ট্র গঠন সম্ভবপর নয়। এটা রাষ্ট্রের আকারগত দিক। রাষ্ট্রের ভূ-খন্ড বলতে নির্দিষ্ট সীমানা পর্যন্ত জল-স্থল ও উপরিভাগের বায়ুমলকে বুঝায়। রাষ্ট্রের ভূ-খন্ড কতটুকু হবে তার কোনাে বাঁধাধরা নিয়ম নেই। রাষ্ট্রের ভূ-খন্ড ছােট অথবা বড় হতে পারে। যেমন বাংলাদেশের আয়তন ৫৫,৫৯৮ বর্গমাইল। আবার প্রতিবেশী রাষ্ট্র ভারতের আয়তন ১৩ লক্ষ বর্গমাইল।
(২) জনসমষ্টিঃ যেকোনাে রাষ্ট্রের গঠন স্থায়ী জনসাধারণ ছাড়া সম্ভবপর নয়। রাষ্ট্রের জন্য স্থায়ী জনসাধারণ অপরিহার্য। তাই যাযাবর উপজাতি কখনাে রাষ্ট্র গঠন করতে পারে না। তবে রাষ্ট্রের জনসংখ্যা কত হবে তার কোনাে নির্দিষ্টতা নেই। যেমন ভ্যাটিকান সিটির লােকসংখ্যা খুবই কম। আবার গণচীনের লােকসংখ্যা ১০০ কোটির ওপরে।
(৩) সরকারঃ রাষ্ট্রের অবশ্যই সরকার থাকা অপরিহার্য-যা রাষ্ট্রের নীতিমালা প্রকাশিত, প্রণীত ও কার্যকরী করে। সরকার রাষ্ট্র পরিচালনা করে। সরকারের মাধ্যমেই রাষ্ট্র তার ইচ্ছাসমূহের বাস্তবায়ন ঘটায়। রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলা এবং সর্বাধিক জনকল্যাণ নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তবে রাষ্ট্রের প্রকৃতি বা রূপ কেমন হবে তার কোন.ধরাবাধা নিয়ম নেই। এজন্য বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন ধরনের শাসনব্যবস্থা দেখা যায়।
(৪) সার্বভৌমত্বঃ সার্বভৌমিকতা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। সার্বভৌমত্ব বলতে রাষ্ট্রের অন্তর্গত জনসমাজ, ভূ-খন্ড, সরকারের ওপর রাষ্ট্রের সর্বোচ্চ ও চরম ক্ষমতাকেই বুঝায়। এ ক্ষমতাবলে রাষ্ট্র তার অভ্যন্তরে সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর কর্তৃত্ব করে। সার্বভৌমত্ব ছাড়া কোনাে সংগঠনইরাষ্ট্র হিসেবে গণ্য হতে পারে না। যুক্তরাষ্ট্রের অঙ্গ রাষ্ট্রসমূহের জনসমষ্টি, সরকার ও নির্দিষ্ট ভূ-খ আছে। কিন্তু সার্বভৌমত্ব নেই বলে তারা রাষ্ট্র নয়। সার্বভৌমত্ব হলাে অবিভাজ্য অস্থানান্তরিত সর্বোচ্চ ও চরম ক্ষমতা।
পরিশেষঃ পরিশেষে বলা যায় যে, রাষ্ট্র একটি চিরস্থায়ী প্রতিষ্ঠান। রাষ্ট্রের পরিবর্তন ঘটতে পারে কিন্তু তাই বলে এর বিনাশ হয় না। রাষ্ট্রকে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের ও জাতিসংঘের কাছে স্বীকৃতি পেতে হয়। স্বীকৃতি পাবার পর প্রত্যেকটি রাষ্ট্র সমান অধিকার ও মর্যাদা দাবি করতে পারে।
Leave a comment