প্রশ্নঃ রাজনীতি বিশ্লেষণের ক্ষেত্রে আচরণবাদের গুরুত্ব/ভূমিকা সংক্ষেপে লিখ।

অথবা, রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের ক্ষেত্রে আচরণবাদের গুরুত্ব সংক্ষেপে বর্ণনা কর।

ভূমিকাঃ রাজনীতি বিশ্লেষণের অগ্রগতির ইতিহাসে কতিপয় মতবাদ ও পর্যায় খুবই গুরুত্বপূর্ণ। আচরণবাদ এগুলাের মধ্যে অন্যতম। রাজনৈতিক বিশ্লেষণে আচরণবাদ প্রবেশের মধ্য দিয়ে রাষ্ট্রবিজ্ঞান অধিকতর বিজ্ঞানভিত্তিক ধ্যান-ধারণার ওপর প্রতিষ্ঠিত হয়েছে।

রাজনীতি বিশ্লেষণে আচরণবাদের গুরুত্বঃ রাজনীতি বিশ্লেষণে আচরণবাদ যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেগুলাে নিম্নে আলােচনা করা হলাে-

(১) বিজ্ঞানভিত্তিক গবেষণা পদ্ধতির প্রয়ােগঃ আচরণবাদীরাই প্রথম রাজনৈতিক বিজ্ঞানে বিজ্ঞানভিত্তিক গবেষণা পদ্ধতি প্রয়ােগ করে, যা তৎকালীন অনেক ধ্যান-ধারণাকে মিথ্যা প্রতিপন্ন করেছে। তাই বৈজ্ঞানিক গবেষণা পদ্ধতি অনুসরণের মাধ্যমে রাজনীতি বিশ্লেষণে আচরণবাদ বিশেষ ভূমিকা পালন করে আসছে।

(২) মানুষের আচরণের ওপর গুরুত্বারােপঃ মানুষ এবং মানুষের আচরণ রাজনীতির একটি মূল্যবান উপাদান। কারণ ব্যক্তির আচরণের ওপর রাজনীতির অনেক বিষয় নির্ভর করে। তাই আচরণবাদ মানুষের আচরণের ওপর বেশ গুরুত্ব আরোপ করে থাকে।

(৩) বিভিন্ন পদ্ধতির মাধ্যমে রাজনীতি অধ্যয়নের ওপর গুরুত্বারােপঃ রাজনীতি কেবল রাজনৈতিক উপাদানের ওপর নির্ভর করে না। রাজনৈতিক উপাদান ছাড়াও অন্যান্য বিষয় যেমন- অর্থনীতি, সমাজ সংস্কৃতি ইত্যাদি অধ্যয়নের মাধ্যমে আচরণবাদ বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।

(৪) নির্দিষ্ট কলাকৌশল প্রয়ােগের ওপর গুরুত্বারােপঃ আচরণবাদ একটি নির্দিষ্ট কলাকৌশলের মাধ্যমে রাজনীতি বিশ্লেষণ করে থাকে। যার মাধ্যমে বিভিন্ন প্রকার ত্রুটিসমূহ সমাধান হয়ে যায় এবং রাজনীতি আরাে সুন্দরভাবে প্রতিফলিত হয়ে থাকে।

(৫) বিষয়বস্তু সংযােজনের উপর গুরুত্বারােপঃ রাষ্ট্রবিজ্ঞানে প্রতিনিয়ত যে সকল পরিবর্তন সাধিত হচ্ছে তার ওপর বিচার-বিশ্লেষণ করে কী কী নতুন নতুন বিষয়বস্তু রাষ্ট্রবিজ্ঞানের সাথে সংযােজন করা যায়, আচরণবাদ তার উপর বিশেষ গুরুত্বারােপ করে থাকে।

পরিশেষঃ পরিশেষে বলা যায় যে, আচরণবাদ ব্যক্তি বা ব্যক্তিবর্গ ও অন্যান্য এককের রাজনৈতিক আচরণ আলােচনা করে রাজনৈতিক ফলাফল বা ঘটনাবলির সাথে এর যােগসূত্রের ইঙ্গিত প্রদান করে, যা রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সৃষ্টি করেছে।