প্রশ্নঃ রাষ্ট্রদর্শনে জন লকের অবদান সংক্ষেপে লিখ।

অথবা, রাষ্ট্রদর্শনে জন লকের অবদান সংক্ষেপে মূল্যায়ন কর।

ভূমিকাঃ জন লক ১৬৩২ সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। জন লক সর্বকালের এবং সর্বযুগের বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানীদের একজন। তার বাস্তবধর্মী চিন্তাধারা, গণতান্ত্রিক সচেতনতা ও ব্যক্তিস্বাতন্ত্র্যবাদ তাকে শ্ৰেষ্ঠ চিন্তাবিদগণের প্রথম সারিতে দাঁড় করিয়েছে। তিনি হলেন বৃটেনের সংসদীয় গণতন্ত্রের পুরোধা।

জন লকের অবদানঃ রাজনৈতিক চিন্তাজগতে লকের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার চিন্তাধারা আধুনিক রাষ্ট্রদর্শনকে গুরুত্ববহ করে তুলেছে। তার অবদানকে নিম্নলিখিতভাবে আলোচনা করা যেতে পারে।

(১) ব্যক্তিস্বাতন্ত্র্যবাদের প্রবক্তাঃ রাজনৈতিক দর্শনে জন লুকের প্রথম অবদান হলো ব্যক্তিস্বাতন্ত্র্যবাদ তিনি শ্রেষ্ঠ ব্যক্তিস্বাতন্ত্র্যবাদীদের অন্যতম। ব্যক্তির অধিকার ও স্বার্থকে তিনি তার রাষ্ট্রদর্শনে বিশেষ গুরুত্ব দিয়েছেন। ব্যক্তির স্বাধীনতা লঙ্ঘন ও উৎপীড়নের হাত থেকে রক্ষা করাই ছিলো লকের রাজনৈতিক দর্শনের প্রধান উপজীব্য বিষয়।

(২) সংসদীয় গণতন্ত্রের প্রবক্তাঃ জন লক হলেন বৃটেনের সংসদীয় গণতন্ত্রের প্রবক্তা। তিনি সর্বপ্রথম রাষ্ট্র ও সরকারের মধ্যে পার্থক্য নির্দেশ করেছেন। তার মতে রাষ্ট্র অক্ষয় ও অমর কিন্তু সরকারের ক্ষমতা সীমাবদ্ধ।

(৩) সম্পত্তি তত্ত্বের প্রবক্তাঃ জন লকের অপর একটি গুরুত্বপূর্ণ মতবাদ হল সম্পত্তি তত্ত্ব। তিনি সম্পত্তি তত্ত্বকে জনগণের একটি প্রাকৃতিক অধিকার রূপে আখ্যায়িত করেছেন। তার মতে সম্পত্তির অধিকার ব্যতীত ব্যক্তির ব্যক্তিত্বের বিকাশ ঘটে না। এক্ষেত্রে তিনি বিশেষ অবদান রাখেন।

(৪) সম্মতি তত্ত্বঃ সম্মতি তত্ত্ব তার রাষ্ট্রদর্শনের একটি বিশেষ দিক। তিনি বলেন, সরকার জনগণের সম্মতির ওপরই প্রতিষ্ঠিত। জনগণের এই অধিকারকে সরকার কখনও উপেক্ষা করতে পারেন না। সরকার জনগণের অছি রূপে শর্তসাপেক্ষে ক্ষমতা ধারণ করে।

(৫) নিয়মতান্ত্রিক সরকারঃ জন লক নিয়মতান্ত্রিক সরকারের প্রবক্তা। তিনি স্বৈরতন্ত্র কিংবা নৈরাজ্যবাদ চাননি। তিনি জনগণের সার্বিক কল্যাণের জন্য সংখ্যাগরিষ্ঠের শাসনের মাধ্যমে নিয়মতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে চেয়েছেন।

পরিশেষঃ উপর্যুক্ত সমালোচনা সত্ত্বেও জন লকের রাষ্ট্র দর্শন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার দার্শনিক অন্তর্দৃষ্টির ফলে অষ্টাদশ ও উনবিংশ শতাব্দীর রাজনৈতিক দর্শন ও চিন্তাধারায় তার প্রভাব লক্ষ্য করা যায়। বিশেষ করে বৃটেনে গণতান্ত্রিক ধারণা তার চিন্তার ফসল।