কোনাে বস্তু সম্পর্কে সংগৃহীত যে-কোনাে পরিমাপযােগ্য ও সংখ্যা দ্বারা প্রকাশিত তথ্যকে রাশিতথ্য (Data) বলা হয়। এর প্রধান বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ一

  • কোনাে তথ্য পরিমাপযােগ্য ও অপরিমাপযােগ্য উভয়ই হতে পারে। যেমন—কোনাে ব্যক্তির জীবনপঞ্জির (Biodata) মধ্যে উল্লিখিত তার নাম, ঠিকানা, শিক্ষাগত মান ইত্যাদিকে পরিমাপ করা যায় না। কিন্তু তার বয়স, ওজন, উচ্চতা প্রভৃতিকে সংখ্যা দিয়ে পরিমাপ করা যায়।

  • অপরিমেয় তথ্যের ক্ষেত্রে সংখ্যায় মান প্রকাশ করা যায় না। এগুলি ব্যক্তি বা বস্তুর গুণকে বােঝায়।

  • পরিমেয় রাশিতথ্যে সংখ্যায় মান প্রকাশ করা হয়। এদের চলক বলা হয়।

  • পরিমাপযােগ্য রাশিতথ্য বিচ্ছিন্ন বা অবিচ্ছিন্ন চলকরূপে পাওয়া যায়।

  • পরিমাপযােগ্য রাশিতথ্য স্বাধীন (Independent) বা নির্ভরশীল (Dependent) চলকরূপে উপস্থাপিত হতে পারে।

  • রাশিবিজ্ঞানে পরিমেয় রাশিতথ্যের গ্রহণযােগ্যতা সর্বাপেক্ষা বেশি।

গৌণ রাশিতথ্যের প্রধান বৈশিষ্ট্যসমূহ

  • অনুসন্ধান ক্ষেত্র (Field) থেকে সরাসরি তথ্য সংগ্রহ করার পরিবর্তে প্রকাশিত অথবা অপ্রকাশিত উৎস থেকে তথ্য সংগ্রহ করা হয়। যেমন—জনগণনার বই থেকে প্রাপ্ত কোনাে রাজ্যের জনসংখ্যা সম্পর্কিত তথ্য।

  • সাম্প্রতিকতম তথ্য গৌণ রাশিতথ্যে পাওয়া যায় না।

  • রাশিতথ্য সুসংবদ্ধ এবং সারণির আকারে পাওয়া যায়।

  • গৌণ রাশিতথ্যে প্রচুর পরিমাণে তথ্য পাওয়া যায়।