অথবা, রাধা কৃষ্ণের প্রেমের স্বরূপ কেমন ছিল এ প্রসঙ্গে তোমার মতামত দাও
উত্তর : প্রীতির অনুভূতি বিষয়ে কোনো এক সখী রাধাকে প্রশ্ন করায় রাধা তাকে বলল যে, অনুভব কি তা আমায় জিজ্ঞাসা করছ। প্রেমানুভূতি এমন এক অনুভব যা প্রতিমুহূর্তে নতুন ও অপূর্ব হয়ে দেখা দেয়। কাজেই যা ক্ষণে ক্ষণে নতুন হয়ে উঠে তার বর্ণনা দেওয়া সম্ভব নয়। জন্মজন্মান্তর ধরে রাধা কৃষ্ণের রূপ দর্শন করে গেছে কিন্তু তাতে তার নয়ন তৃপ্ত হয়নি। কৃষ্ণের মধুর বচন শুনেও তৃপ্তি হয় না, আবার শুনিতে ইচ্ছা হয় এবং প্রতিবারই অশ্রুতপূর্ব বলে মনে হয়। এখানে রাধা বলতে চেয়েছে সে যে কৃষ্ণগতপ্রাণা। তার নিজের কোনো অভিন্ন সত্তা নেই। তার জীবন কৃষ্ণময়। তাই কৃষ্ণপ্রেমের অনুভব স্বরূপকে সে সীমায় আনতে পারেনি।
সুতরাং তত্ত্বকথায় এখানে কৃষ্ণের প্রতি রাধার মুগ্ধাবস্থা বর্ণিত হয়েছে।
Leave a comment