অথবা, রাজনৈতিক দল ও চাপসৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে পার্থক্য লিখ৷
অথবা, দল ও চাপসৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে বৈপরীত্য দেখাও৷
ভূমিকাঃ আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দল ও চাপসৃষ্টিকারী গোষ্ঠী উভয়ের উপস্থিতি একান্ত কাম্য। উভয়ই দেশের রাজনৈতিক ব্যবস্থার অঙ্গীভূত হলেও তাদের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। Alan R. Ball, Prof Neuman প্রমুখ আধুনিক কালের রাষ্ট্রবিজ্ঞানিগণ রাজনৈতিক দল ও চাপসৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে পার্থক্যের কথা বলেছেন।
রাজনৈতিক দল ও চাপসৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে পার্থক্যঃ নিম্নে রাজনৈতিক দল ও চাপসৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে পার্থক্য উপস্থাপন করা হলোঃ
১. উদ্দেশ্যগত পার্থক্যঃ সাধারণত বহুমুখী ও ব্যাপক সামাজিক বা জাতীয় স্বার্থের ভিত্তিতে রাজনৈতিক দলের সৃষ্টি হয়। বৃহত্তর জাতীয় স্বার্থ সংরক্ষণই হলো রাজনৈতিক দলের লক্ষ্য। কিন্তু চাপসৃষ্টিকারী গোষ্ঠীর সামনে বৃহত্তর জাতীয় কল্যাণসাধনের কোন মহান উদ্দেশ্য থাকে না।
২. উৎপত্তিগত পার্থক্যঃ সুনির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে রাজনৈতিক দল গড়ে উঠে। কিন্তু চাপসৃষ্টিকারী গোষ্ঠীর উৎপত্তির ভিত্তিতে কোন বিশেষ মতাদর্শের অস্তিত্ব পরিলক্ষিত হয় না।
৩. নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রেঃ প্রতিটি রাজনৈতিক দল দলীয় প্রার্থীদের নিয়ে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় সরাসরি অবতীর্ণ হয়। কিন্তু চাপসৃষ্টিকারী গোষ্ঠীগুলো নির্বাচনে অংশগ্রহণ করে না।
৪. সাংগঠনিক পার্থক্যঃ বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ ও কঠোর দলীয় শৃঙ্খলার ভিত্তিতে দলীয় সংহতি বজায় রাখার ব্যবস্থা থাকায় রাজনৈতিক দল অনেক বেশি সুসংগঠিত। কিন্তু সাংগঠনিক দিক থেকে চাপসৃষ্টিকারী গোষ্ঠী রাজনৈতিক দল অপেক্ষা দুর্বল।
৫. ক্ষমতা দখলের ক্ষেত্রেঃ রাজনৈতিক দল নিয়মতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতা দখলে বিশ্বাসী। অপরদিকে, চাপসৃষ্টিকারী গোষ্ঠীর প্রধান উদ্দেশ্য ক্ষমতা দখল নয়, বরং এর উদ্দেশ্য হলো সরকারি নীতিকে প্রভাবিত করে ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ উদ্ধার করা।
৬. অন্যান্য পার্থক্যঃ এছাড়া সিদ্ধান্ত গ্রহণগত, সমঝোতাগত, আদর্শগত, পৃষ্ঠপোষকতাগত, পেশাগত, সদস্য সংখ্যাগত, সরকার গঠন সংক্রান্ত প্রভৃতি ক্ষেত্রে রাজনৈতিক দল ও চাপসৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়।
উপসংহারঃ পরিশেষে বলা যায় যে, রাজনৈতিক দল ও চাপসৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে মৌলিক কিছু পার্থক্য বিদ্যমান। উৎপত্তি, উদ্দেশ্য, কর্মসূচি প্রভৃতির পরিপ্রেক্ষিতে উভয়ের মধ্যে পার্থক্য থাকলেও তাদের উদ্দেশ্য হলো দেশ ও জাতির কল্যাণসাধন করা। অনেক ক্ষেত্রে রাজনৈতিক দল ও চাপসৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে মৌলিক বিষয়ে অনেক মিল পরিলক্ষিত হয়।
Leave a comment