1 মোল গাঢ় নাইট্রিক অ্যাসিড ও 3 মোল গাঢ় হাইড্রোক্লোরিক এসিডের মিশ্রণকে রাজঅম্ল বা অ্যাকোয়া রেজিয়া বলে।
রাজঅম্লকে উত্তপ্ত করলে তা বিয়োজিত হয়ে জায়মান ক্লোরিন এবং নাইট্রোসিল ক্লোরাইড (NOCl) ও পানি উৎপন্ন করে।
HNO₃ +3HCl —–> NOCl + [Cl] +H₂O
গোল্ড এর সঙ্গে বিক্রিয়াঃ
গাঢ় নাইট্রিক এসিড ও গাঢ় হাইড্রোক্লোরিক এসিডের মিশ্রণে উৎপন্ন জায়মান ক্লোরিন অভিজাত ধাতু গোল্ডের সাথে রাসায়নিক বিক্রিয়ায় দ্রবনীয় অরিক ক্লোরাইড (AuCl₃) উৎপন্ন করে এবং পরে অধিক হাইড্রোক্লোরিক এসিডের সঙ্গে যুক্ত হয়ে ক্লোরো অরিক এসিড (HAuCl₄) উৎপন্ন করে।
HNO₃ +3HCl —–> NOCl + [Cl] +H₂O
2Au +6[Cl] ——> 2AuCl₃
2AuCl₃ + 2HCl —–> 2HAuCl₄
Leave a comment