রাইডার ধ্রুবক 0.0001g বলতে বুঝায় যে, পল বুঙ্গি ব্যালেন্সে কোন নমুনার ওজন পরিমাপের সময় ব্যালেন্সের বাম পাল্লায় নমুনা এবং ডান পাল্লায় নিদিষ্ট ওজন যুক্ত করার পর ব্যালেন্সের দাগাঙ্কিত বীমের উপর রাইডারকে প্রতি এক দাগ ডানে সরানোর জন্য বস্তুর ওজনের সঙ্গে 0.0001g ওজন যোগ করতে হবে।