বিশ্লেষণী রসায়নের বিভিন্ন নমুনার ওজন পরিমাপ করার জন্য পল বুঙ্গি ও সারটোরিয়াসের ব্যালেন্স ব্যবহার করা হয়। তবে পল বুঙ্গি বা সারটোরিয়াস ব্যালেন্সে 0.0001g পরিমান নমুনার ওজন নির্ণয় করা বেশ কঠিন। কিন্তু রাইডার ধ্রুবকের মাধ্যমে তা সহজেই নির্ণয় করা যায়। পল বুঙ্গি বা সারটোরিয়াস ব্যালেন্সে 5mg বা 10mg ভরের রাইডার ব্যবহার করা হয়।
পল বুঙ্গি ব্যালেন্সের ক্ষেত্রে রাইডার ধ্রুবক নির্ণয়ের পদ্ধতিঃ
পল বুঙ্গি ব্যালেন্সে রাইডারটিকে তুলাদন্ডের শূণ্য দাগে রেখে তুলাদন্ডের সমন্বয়কারী স্কু ঘুরিয়ে ব্যালেন্সের সমতা অনায়ন করা হয়। পল বুঙ্গি ব্যালেন্সে তুলাদন্ডে বাম থেকে ডানে 100 টি দাগ কাটা থাকে।
ব্যালেন্সের শূণ্য দাগে রাইডাটিকে রাখলে ডান পাল্লায় রাইডারের সমান একটি অদৃশ্য ভর কল্পনা করতে হয়। অর্থাৎ যদি ‘M’ গ্রাম ভরের একটি রাইডারকে শূণ্য দাগে রাখলে বাম পাল্লায় ‘M’ গ্রাম ভর হ্রাস পায় এবং ডান পাল্লায় ‘M’ গ্রাম ভর বৃদ্ধি পায়।
এজন্য রাইডার ধ্রুবক নির্ণয় করতে হলে রাইডারের ভরকে দুই দ্বারা গুন করে দাগাঙ্কিত স্কেলের দাগ সংখ্যা দ্বারা ভাগ করতে হবে।
রাইডার ধ্রুবক = 2M ÷ 100
যেমনঃ 5mg ভরের রাইডার ব্যবহার করলে রাইডার ধ্রুবক
= (5×2) ÷ 100 = 0.1mg
= 0.0001g
আবার, 10mg ভরের রাইডার ব্যবহার করলে রাইডার ধ্রুবক
= (10×2) ÷ 100 = 0.2mg
= 0.0002g
এভাবে পল বুঙ্গি ব্যালেন্সের ক্ষেত্রে রাইডার ধ্রুবক নির্ণয় করা হয়।
সারটোরিয়াস ব্যালেন্সের ক্ষেত্রে রাইডার ধ্রুবক নির্ণয়ঃ
সারটোরিয়াস ব্যালেন্সের ক্ষেত্রে শূণ্য দাগ স্কেলের মাঝখানে থাকে। শূন্য দাগের ডান পাশে 50 টি ও বাম পাশে 50 টি করে দাগ কাটা থাকে।
এক্ষেত্রে রাইডার ধ্রুবক নির্ণয় জন্য রাইডারের ভরকে 50 দিয়ে ভাগ করলেই হয়।
‘M’ গ্রাম ভরের রাইডারের ক্ষেত্রে রাইডার ধ্রুবক = M÷ 50
যেমনঃ 5mg ভরের রাইডার ব্যবহার করলে রাইডার ধ্রুবক
= 5 ÷ 50 = 0.1mg
= 0.0001g
আবার, 10mg ভরের রাইডার ব্যবহার করলে রাইডার ধ্রুবক
= 10 ÷ 50 = 0.2mg
= 0.0002g
Leave a comment