রবীন্দ্রনাথের উপন্যাসমূহের নাম

বাংলা উপন্যাসের ধারায় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিভা তার অপরাপর সাহিত্যকৃতির মতোই শ্রেষ্ঠত্বের নিদর্শন সহকারে রূপায়িত হয়ে উঠেছে। রবীন্দ্রনাথের উপন্যাসগুলো একদিকে যেমন কাব্য সৌন্দর্য সমৃদ্ধ অন্যদিকে তেমনি সৌন্দর্য অনুভূতিতে মনোজ্ঞ ও রমণীয়। নিচে উপন্যাসমূহের নামগুলো দেওয়া হলো:

  1. বৌ ঠাকুরানীর হাট (১৮৮৩)।
  2.  রাজর্ষি (১৮৮৭) বাংলা সাহিত্যের ঐতিহাসিক উপন্যাস।
  3.  চোখের বালি (১৯০৩) বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস।
  4.  নৌকাডুবি (১৯০৬)।
  5.  গোরা (১৯০৯) আর্থসামাজিক রাজনৈতিক উপন্যাস।
  6.  ঘরে বাইরে (১৯১৬) রাজনৈতিক ও সমাজনৈতিক বিষয়।
  7.  চতুরঙ্গ (১৯১৬)।
  8.  যোগাযোগ (১৯২৯)।
  9.  শেষের কবিতা (১৯২৯) গীতিধর্মী উপন্যাস।
  10.  দুই বোন (১৯৩৩) ত্রিভুজ প্রণয়ের গল্প।
  11. মালঞ্চ (১৯৩৩)।
  12. চার অধ্যায় (১৯৩৪)।
  13. করুণা ১৮৭৭-১৮৭৮ (১৯৬১) । এটি রবীন্দ্রনাথের লেখা প্রথম উপন্যাস। তবে এটি তার জীবদ্দশায় গ্রন্থাকারে প্রকাশিত হয় নি। এটি ‘ভারতী’ পত্রিকায় ১৮৭৭-১৮৭৮ খ্রীস্টাব্দ পর্যন্ত ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। ১৯৬১ সালে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রকাশিত রবীন্দ্র রচনাবলীতে ‘করুণা’ প্রথম প্রকাশিত হয়। এটির পরিশেষ হয় নি বলে এটি উপন্যাসের সম্পূর্ণ মর্যাদা পায় নি (অসমাপ্ত উপন্যাস)। এটিকে বাদ দিয়ে রবীন্দ্রনাথ মোট তেরোটি উপন্যাস লিখেছেন।

 

বিশেষ দ্রষ্টব্যঃ উপরের লেখায় কোন ভুল থাকে তাহলে দয়া করে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা সেটা ঠিক করে দেওয়ার চেষ্টা করবো, ধন্যবাদ।