রংধনুর পরীক্ষা হচ্ছে এসিড ও ক্ষারের প্রশমন বিক্রিয়া। একটি টেস্টটিউবে কিছু পানি নিয়ে তাতে এক টুকরো কাপড় কাচার সোডা যোগ করা হয়।
এরপর হাইড্রোক্লোরিক এসিড দ্বারা টেস্টটিউবকে প্রায় পূর্ণ করা হয়। অতঃপর টেস্টটিউবে কয়েক ফোঁটা ইউনিভার্সাল ইন্ডিকেটর যোগ করে দুইদিন রেখে দেওয়া হয়। পরে বর্ণের যে পরিবর্তন হয় তা ইউনিভার্সাল ইন্ডিকেটর কালার চার্টের সাথে মিলিয়ে টেস্টটিউবের বিভিন্ন অংশের অম্লত্ব ও ক্ষারত্ব প্রকাশ করাকে রংধনুর পরীক্ষা বলে।
Leave a comment