যৌগমূলক কাকে বলে। কিভাবে যৌগমূলকের যোজনী বের করা যায়।
যেমনঃ সালফেট (SO₄² – ) যৌগমূলক। কারণ এখানে সালফার ও অক্সিজেন এই দুটি মৌলের পাঁচটি পরমাণু যুক্ত হয়ে একটি পরমাণু গুচ্ছ গঠন করে যার নির্দিষ্ট আধান -2 আছে।
যেমনঃ কার্বনেট (CO₃² -) যৌগমূলকের আধান বা চার্জ -2. এখান থেকে ঋণাত্মক (-) চিহ্ন টি বাদ দিলে দুই (2) থাকে। এই দুই হচ্ছে কার্বনেট যৌগমূলকের যোজনী।
নিচে কিছু যৌগমূলকের নাম, সংকেত, যোজনী, জারণ সংখ্যা যথাক্রমে দেওয়া হল ঃ
হাইড্রোক্সিল, OH-, 1, -1.
নাইট্রেট. NO₃ – 1, -1.
নাইট্রাইট NO₂ – 1, -1.
বাই সালফেট HSO₄ – 1, -1.
বাই কার্বনেট HCO₃ – 1, -1.
সালফেট SO₄² – 2, -2
সালফাইট SO₃ ² – 2, -2.
কার্বনেট CO₃ ² – 2, -2.
বাই ফসফেট HPO₄² – 2, -2
ফসফেট PO₄ ³ – 3, -3. অ্যামোনিয়াম NH₄+ 1, +1 ফসফোনিয়াম. PH₄+ 1, +1.
Leave a comment