যোজনী শেলঃ  কোন মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাসে শেষ কক্ষপথ বা সর্ববহিঃস্থ কক্ষপথকে যোজনী শেল বা শক্তিস্তর বলে।

 

বন্ধনশক্তিঃ  যেসব মৌলের অনুতে পরমাণুসমূহ এক বিশেষ আকর্ষণ শক্তি দ্বারা পরস্পর আবদ্ধ থাকে তাকে বন্ধনশক্তি বলে।

 

আয়নঃ  রাসায়নিক বিক্রিয়ার সময় যেসব পরমাণু বা পরমাণুগুচ্ছ এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে ধনাত্মক বা ঋণাত্মক চার্জ প্রাপ্ত হয়, তাকে আয়ন বলে।