যোজনী ও জারণ সংখ্যার মধ্যে পার্থক্য নিম্নরূপঃ

১. যোজনী হলো কোন মৌল অপর মৌলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা। 

কিন্তু জারণ সংখ্যা হল, যৌগ গঠনে অংশগ্রহণকৃত মৌলসমূহের ইলেকট্রন আদান-প্রদানের সংখ্যা।

২. জারণ সংখ্যা ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে। 

কিন্তু যোজনী ধনাত্মক ও ঋণাত্মক হয় না।

৩. মৌলের যোজনী সব সময় পূর্ণ সংখ্যা বা শূন্য হতে পারে। 

যেমনঃ নিষ্ক্রিয় গ্যাসের যোজনী শূন্য হয়। 

জারণ সংখ্যা পূর্ণসংখ্যা, ভগ্নাংশ বা শূন্য হতে হতে পারে।