অথবা, কীভাবে যুক্তরাষ্ট্রীয় সরকারকে সফল করা যায়?
অথবা, যুক্তরাষ্ট্রীয় সরকারের শর্তাবলি উল্লেখ কর।
ভূমিকাঃ যুক্তরাষ্ট্র হচ্ছে আত্মনিয়ন্ত্রণের অধিকারের স্বীকৃতির ভিত্তিতে ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রসমূহের এক সম্মেলন। অধ্যাপক কে. সি. হুয়ার (Prof K.C. Wheare) বলেন, “Communities of state must desire to be united, but not be unitary.” সেজন্য বলা হয়ে থাকে যে, যুক্তরাষ্ট্রের সাফল্যের জন্য কতকগুলাে পূর্বশর্ত রয়েছে।
যুক্তরাষ্ট্রীয় সরকারের সফলতার শর্তঃ যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থার পূর্বশর্তগুলাে নিম্নরূপ-
১. ভৌগােলিক নৈকট্যঃ যুক্তরাষ্ট্রের সফলতার জন্য ভৌগােলিক নৈকট্য একান্ত প্রয়ােজন। কারণ এ নৈকট্য ছাড়া ভাবের আদান প্রদান সম্ভব হয় না। রাজ্যগুলাের মধ্যে পারস্পরিক সহযােগিতা দৃঢ় করতে তাদের ভৌগােলিক নৈকট্য একান্ত প্রয়ােজন।
২. যুক্তরাষ্ট্রীয় আদালতঃ যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থা সফল হওয়ার পিছনে যুক্তরাষ্ট্রীয় আদালতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাসনতন্ত্র ব্যাখ্যা করার জন্য এবং কেন্দ্র ও রাজ্য সরকারগুলাের মধ্যে বিরােধ মীমাংসার জন্য একটি স্বাধীন ও নিরপেক্ষ যুক্তরাষ্ট্রীয় আদালতের প্রয়ােজন।
৩. সংবিধানের প্রাধান্যঃ যুক্তরাষ্ট্রীয় সরকারে শুধু সংবিধান থাকলেই হবে না, সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে হবে। কারণ যুক্তরাষ্ট্রে সংবিধানকে সর্বোচ্চ ও পবিত্রতম আইন বলা হয়।
৪. বিচার বিভাগের স্বাধীনতাঃ কেন্দ্র ও প্রদেশের মধ্যে কোনরূপ দ্বন্দ্ব দেখা দিলে যাতে সঠিক বিচারের মাধ্যমে মীমাংসা পাওয়া যায় সেজন্য যুক্তরাষ্ট্রীয় সরকারের স্বাধীনতা ও নিরপেক্ষ বিচার বিভাগ থাকা প্রয়ােজন।
৫. যােগ্য নেতৃত্বঃ যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থা অনেকাংশে নির্ভর করে যােগ্য নেতৃত্বের উপর। সৎ, সাহসী ও যােগ্য নেতৃত্ব জনগণের মধ্যে জাতীয় ঐক্যের ভাব সৃষ্টি করে এবং যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থার সাফল্যকে সুনিশ্চিত করে।
উপসংহারঃ পরিশেষে বলা যায়, যুক্তরাষ্ট্রীয় সরকারের সফলতার জন্য যেসব শর্ত তুলে ধরা হয়েছে সেগুলাে যদি বাস্তবায়ন করা যায় তাহলে যুক্তরাষ্ট্রীয় সরকার সফলতার মুখ দেখবে। এতে দেশ ও জনগণ উপকৃত হবে।
Leave a comment