প্রশ্নঃ যন্ত্রবাদ কী?
অথবা, যন্ত্রবাদ বলতে কী বােঝ?

ভূমিকাঃ যন্ত্রবাদ অনুসারে প্রাণ ভৌত রাসায়নিক প্রক্রিয়ায় সৃষ্ট। কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, সালফার, ক্যালসিয়াম প্রভৃতি ভৌত-রাসায়নিক উপাদান জীবকোষ গঠন করে এবং কালক্রমে ভৌত রাসায়নিক শক্তির প্রক্রিয়ার ফলে জীবদেহের উৎপত্তি হয় এবং প্রাণশক্তি লাভ করে। যন্ত্রবাদীদের মতে, জড় ও জীবের মধ্যে প্রকৃতিগত কোন পার্থক্য নেই। তবে জীবন জড় পদার্থের চেয়ে অধিকতর সূক্ষ্ম ও জটিল। যন্ত্রবাদীরা ভৌত রাসায়নিক শক্তি ব্যতীত অন্য কোন রকম রহস্যজনক প্রাণশক্তিল উপস্থিতি স্বীকার করেণ না।

যন্ত্রবাদঃ যন্ত্রবাদ অনুসারে প্রাণ ভৌত রাসায়নিক প্রক্রিয়ায় সৃষ্ট। কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, সালফার, ক্যালসিয়াম প্রভৃতি ভৌত-রাসায়নিক উপাদান জীবকোষ গঠন করে এবং কালক্রমে ভৌত রাসায়নিক শক্তির প্রক্রিয়ার ফলে জীবদেহের উৎপত্তি হয় এবং প্রাণশক্তি লাভ করে। যন্ত্রবাদীদের মতে, জড় ও জীবের মধ্যে প্রকৃতিগত কোনাে পার্থক্য নেই। তবে জীবন জড়পদার্থের চেয়ে অধিকতর সূক্ষ্ম ও জটিল। যন্ত্রবাদীরা ভৌত রাসায়নিক শক্তি ব্যতীত অন্য কোনাে রকম রহস্যজনক প্রাণশক্তির উপস্থিতি স্বীকার করেন না।

যন্ত্রবাদের সমালােচনাঃ প্রাণের উৎপত্তিবিষয়ক মতবাদ হিসেবে যন্ত্রবাদ সন্তোষজনক মতবাদ নয়। নিচে যন্ত্রবাদের প্রধান আপত্তিগুলাে আলােচনা করা হলাে –

(১) যন্ত্রবাদে প্রাণের বৈশিষ্ট্য নেইঃ প্রাণের মধ্যে কতগুলাে বৈশিষ্ট্য বিদ্যমান; যেমন- নির্বাচন, উদ্দেশ্য ও ক্ষমতা, আত্মনিয়ন্ত্রণ, আত্মরক্ষা ইত্যাদি। প্রাণের এসব বৈশিষ্ট্য যন্ত্রের মাধ্যমে ব্যাখ্যা দেয়া যায় না।

(২) যন্ত্রবাদের ব্যাখ্যা অযৌক্তিকঃ যন্ত্রবাদীদের মতে, ভৌত রাসায়নিক প্রক্রিয়ায় জীবনের উৎপত্তি হয়। কিন্তু জীবকোষে এমন কতগুলাে গুণ বর্তমান, যা ভৌত রাসায়নিক পদার্থ থেকে উৎপন্ন হতে পারে না। সুতরাং যন্ত্রবাদীদের ব্যাখ্যা অযৌক্তিক।

পরিশেষঃ যন্ত্রবাদীদের মতে, জড় পদার্থের মত জীবদেহও প্রাকৃতিক নিয়মের অধীন। কাজেই যান্ত্রিক পদ্ধতিতে প্রাণের ব্যাখ্যা প্রদান সম্ভব, এখানে কোন অতিপ্রাকৃত রহস্যজনক শক্তির প্রয়ােজন নেই। তারা আরাে বলেন, দৈহিক শক্তির বৃদ্ধির ফলে প্রাণশক্তি বৃদ্ধি পায়। আবার দৈহিক ক্ষয়ের ফলে প্রাণশক্তিও হ্রাস পায়। এর ওপর ভিত্তি করেই যন্ত্রবাদীরা সিদ্ধান্ত নেন যে, জড় থেকে প্রাণ বা জীবনের উৎপত্তি।