প্রশ্নঃ ম্যানেজিং ডাইরেক্টর বা ব্যবস্থাপনা পরিচালকের কার্যাবলী উল্লেখ কর।
ভূমিকাঃ কোন কোম্পানির মূল চালক হলেন ব্যবস্থাপনা পরিচালক বা ম্যানেজিং ডাইরেক্টর। ইংরেজিতে একে Managing Director বলে। আবার ব্যবস্থাপনা পরিচালকের নিয়ন্ত্রণে থেকে ব্যবস্থাপনা প্রতিনিধিও কোম্পানির অগ্রগতি বিশেষ ভূমিকা রাখেন। তবে যে কোন ব্যক্তি কোম্পানির ব্যবস্থাপনা প্রতিনিধি হতে পারলেও যে কোন ব্যক্তি ব্যবস্থাপনা পরিচালক হতে পারেন না।
ব্যবস্থাপনা পরিচালক বা ম্যানেজিং ডাইরেক্টর (Managing Director) কাকে বলেঃ কোম্পানি আইনের ২(১-এল) ধারা অনুযায়ী-
কোম্পানির পরিচালকদের মধ্যে যার উপর কোম্পানি ব্যবস্থাপনার মূল দায়িত্ব বা ক্ষমতা অর্পণ করা হয় তাকে ব্যবস্থাপনা পরিচালক বা ম্যানেজিং ডাইরেক্টর বলে।
এই ক্ষমতা বিভিন্নভাবে অর্পণ করা যায়, যেমনঃ সংঘ বিধির বিধান দ্বারা, কোন চুক্তি দ্বারা, সাধারণ বা পরিচালকদের সভায় সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে ইত্যাদি।
ম্যানেজিং ডাইরেক্টরের (ব্যবস্থাপনা পরিচালক) কার্যাবলীঃ নিম্নে ম্যানেজিং ডাইরেক্টর বা ব্যবস্থাপনা পরিচালকের কার্যাবলী উল্লেখ করা হলোঃ
(১) সিদ্ধান্ত বাস্তবায়ন : পরিচালনা পরিষদে যে সকল সিদ্ধান্ত গ্রহণ করা হয় তা মূলতঃ ম্যানেজিং ডাইরেক্টর বা ব্যবস্থাপনা পরিচালক বাস্তবায়ন করেন।
(২) অর্থ নিয়ন্ত্রণ : ম্যানেজিং ডাইরেক্টর বা ব্যবস্থাপনা পরিচালক কোম্পানির অর্থ নিয়ন্ত্রণ করেন।
(৩) মূল্য তালিকা প্রণয়ন : ম্যানেজিং ডাইরেক্টর বা ব্যবস্থাপনা পরিচালক মূল্য তালিকা প্রণয়ন করেন।
(৪) কারবারের প্রসার বৃদ্ধি : কারবারের উন্নতি সাধনের জন্য ম্যানেজিং ডাইরেক্টর বা ব্যবস্থাপনা পরিচালক কারবারের প্রসার বৃদ্ধি করেন।
(৫) তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ : কারবারের জরুরী অবস্থা মোকাবেলার জন্য ম্যানেজিং ডাইরেক্টর বা ব্যবস্থাপনা পরিচালক তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করেন।
(৬) যোগাযোগ রক্ষা : কোম্পানির প্রয়োজনে ম্যানেজিং ডাইরেক্টর বা ব্যবস্থাপনা পরিচালক বিভিন্ন অফিসের সাথে যোগাযোগ রক্ষা করেন।
(৭) বাজেট তৈরি : ম্যানেজিং ডাইরেক্টর বা ব্যবস্থাপনা পরিচালক বাজেট তৈরি করেন এবং পানি বা তা অনুমোদনের জন্য সাধারণ সভায় উপস্থাপন করেন।
(৮) বিভিন্ন বিভাগের সম্পর্ক উন্নয়ন : ম্যানেজিং ডাইরেক্টর বা ব্যবস্থাপনা পরিচালক বিভিন্ন বিভাগের সাথে সংযোগ স্থাপন করে তাদের সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখেন।
(৯) কর্মীদের প্রশিক্ষণ দেয়া : কর্মীদের প্রশিক্ষণ দেয়া ম্যানেজিং ডাইরেক্টর বা ব্যবস্থাপনা পরিচালকের কাজের অন্তর্ভুক্ত।
(১০) মালামাল সংগ্রহ : ম্যানেজিং ডাইরেক্টর বা ব্যবস্থাপনা পরিচালক মালামাল সংগ্রহ এবং তা স্থানান্তরের কাজ পরিচালনা করেন।
উপসংহারঃ একটি কোম্পানিতে ম্যানেজিং ডিরেক্টর বা ব্যবস্থাপনা পরিচালক এবং ম্যানেজিং এজেন্ট বা ব্যবস্থাপনা প্রতিনিধি উভয়ে গুরুত্ব পূর্ণ। যার যার অবস্থানে থেকে তারা কোম্পানির উন্নয়নে কাজ করেন। তবে ম্যানেজিং এজেন্টকে ম্যানেজিং ডিরেক্টরের অধীনে থেকে কাজ করতে হয়।
Leave a comment