ম্যাগনেসিয়াম অক্সাইড (MgO) বা ম্যাগনেসিয়া একটি ক্ষারীয় অক্সাইড।
ম্যাগনেসিয়াম অক্সাইডের ব্যবহার নিম্নরূপঃ
বদহজম রোগে এন্টাসিড হিসেবে ব্যবহার করা হয়। অগ্নিসহ ইট বা ক্রুসিবল প্রস্তুত করতে তীব্র ভস্মীভূত ম্যাগনেসিয়া ব্যবহৃত হয়। অ্যাসবেস্টসটের সাথে মিশ্রিত করে স্টিম পাইপলাইনে তাপ বিকিরণ প্রতিরোধক হিসেবে ম্যাগনেসিয়াম অক্সাইড ব্যবহার করা হয়।
Leave a comment