যে রাসায়নিক বিশ্লেষণ প্রক্রিয়ায় জৈব ও অজৈব কঠিন পদার্থের নমুনার পরিমাণ 0.5g – 2g এবং তরল নমুনার ক্ষেত্রে 20ml – 30ml আয়তনের দ্রবণ ব্যবহার করা হয় বিশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন করা হয় তাকে ম্যাক্রো বিশ্লেষণ পদ্ধতি বলে।

তবে ম্যাক্রো বিশ্লেষণ পদ্ধতিতে দ্রবণের গড় আয়তন 25ml ব্যবহার করা হয়।