রাসায়নিক বিশ্লেষণ পদ্ধতিতে পদার্থের গুনাগুন, গঠন নির্ণয়, শনাক্তকরণ কাজে নমুনার উপর ভিত্তি করে কয়েকটি বিশ্লেষণ পদ্ধতি আছে।
ম্যাক্রো বিশ্লেষণ পদ্ধতিতে অধিক পরিমাণ নমুনা ব্যবহার করা হয়। এতে পদ্ধতিটি ব্যয়বহুল ও সময়ের অপচয় হয়। অধিক রাসায়নিক বর্জ্য উৎপন্ন হয় বলে পরিবেশকে অধিক পরিমাণে দূষিত করে।
অপরদিকে, সেমি মাইক্রো পদ্ধতিতে নমুনার পরিমাণ অল্প ব্যবহার করা হয়। যাতে পদ্ধতিটি সাশ্রয়ী এবং সময় কম লাগে। এ পদ্ধতিতে উৎপন্ন রাসায়নিক বর্জ্য নগণ্য এবং পরিবেশ দূষণের পরিমাণও নগণ্য।
এই কারণে ম্যাক্রো বিশ্লেষণ পদ্ধতি থেকে সেমি মাইক্রো বিশ্লেষণ পদ্ধতি অধিক সুবিধাজনক।
Leave a comment