প্রশ্নঃ ম্যাকিয়াভেলীর পরিচয় দাও।

অথবা, ম্যাকিয়াভেলী কে?

ভূমিকাঃ আধুনিক যুগের রাষ্ট্রবিজ্ঞানের অন্যতম শ্রেষ্ঠ দিকপাল ছিলেন নিকোলাে ম্যাকিয়াভেলী। রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে প্লেটো, এরিস্টটল, হবস, লক ও রুশাের মত তার রয়েছে বিশিষ্ট অবদান। এ কারণে তাকে অনেকে ‘The first modern political thinker’ বলে অভিহিত করেছেন। তার আবির্ভাবে ইতালীর রাজনীতিতে নতুন দিগন্ত উন্মােচিত হয়। তৎকালীন রাজনৈতিক পরিবেশকে উপলব্ধির মাধ্যমে তার সম্পর্কে সম্যক ধারণা লাভ করা সম্ভবপর।

ম্যাকিয়াভেলির পরিচয়ঃ ম্যাকিয়াভেলী ছিলেন মধ্যযুগ ও আধুনিক যুগের মধ্যকার সেতুবন্ধন। রাষ্ট্রদর্শনের ক্ষেত্রে তিনি যে রাষ্ট্রচিন্তার সূচনা করেন তার প্রভাব সুদূরপ্রসারী। তিনি ইতালির ফ্লোরেন্স নগরে ১৪৬৯ সালে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবন সমাপ্ত করার পর ১৪৯৪ সালে মাত্র পঁচিশ বছর বয়সে ফ্লোরেন্সের বৈদেশিক সম্পর্ক বিভাগের প্রশাসনিক প্রধান নিযুক্ত হন এবং পদমর্যাদায় তিনি ইতালি ও ইউরােপের অন্যান্য রাষ্ট্রের সঙ্গে প্রত্যক্ষ সংযােগ স্থাপনে সক্ষম হন, ফলে বিভিন্ন দেশের পররাষ্ট্রনীতি সম্পর্কে গভীর জ্ঞানলাভের সুযােগ পান। ১৫২৭ সালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি মৃত্যুবরণ করলে একজন অখ্যাত ব্যক্তির মতাে অবহেলিতভাবে ফ্লোরেন্সের সান্তাক্রস গীর্জার প্রাঙ্গণে তাকে সমাধিস্থ করা হয়। পরবর্তীকালে এই মনীষী সকলের শ্রদ্ধা আকর্ষণ করে। আঠারাে শতকে তার সম্মানে একটি স্মৃতিসৌধ নির্মাণ করে গভীর শ্রদ্ধাভরে নিম্নলিখিত শব্দগুলাে উত্তীর্ণ করা হয়- ‘এই পুরুষসিংহের জন্য কোনাে প্রশংসাই যথেষ্ট নয়।’

পরিশেষঃ পরিশেষে বলা যায় যে, আধুনিক যুগের রাষ্ট্রবিজ্ঞানের অন্যতম শ্রেষ্ঠ দিকপাল ছিলেন নিকোলাে ম্যাকিয়াভেলী। রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে প্লেটো, এরিস্টটল, হবস, লক ও রুশাের মত তার রয়েছে বিশিষ্ট অবদান। এ কারণে তাকে অনেকে ‘The first modern political thinker’ বলে অভিহিত করেছেন।