অথবা, ম্যাকিয়াভেলির বুর্জোয়া ভাবধারার উত্থান সম্পর্কে বিস্তারিত বর্ণনা
ভূমিকাঃ ষোল শতকে সমগ্র ইউরােপে বিশেষ করে ইতালিতে যে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তন সাধিত হয়, তারই বাস্তব প্রতিফলন আমরা দেখতে পাই ম্যাকেয়াভে
লির রাষ্ট্রদর্শনে। তিনি ধর্মকে রাজনীতি থেকে পৃথক করে নতুন এক রাজনৈতিক ধারা সৃষ্টি করেন। তিনি বলেন, রাজার নেতৃত্বে প্রজাতন্ত্র কায়েম না হলে বুর্জোয়া শ্রেণীর উত্থান ঘটতে পারে, যা আপামর জনসাধারণের জন্য অকল্যাণ বয়ে আনবে।
ম্যাকিয়াভেলির বুর্জোয়া ভাবধারাঃ মূলত সম্পদশালী বা ব্যবসা কার্যে নিয়ােজিত ব্যক্তি বা মধ্যবিত্ত শ্রেণীর লােকেরা বুর্জোয়া শ্রেণীভুক্ত, স্বার্থসচেতনতা, বস্তুগত সমৃদ্ধি ও সামাজিক মর্যাদার ব্যাপারে এ শ্ৰেণী অতি উৎসাহী। ম্যাকিয়াভেলির মতে, শাসনতন্ত্রে যখন সমস্যা দেখা দেয়, তখনই এবুর্জোয়া শ্রেণীর জন্ম হয়। ম্যাকিয়াভেলির বুর্জোয়া ভাবধারা সম্পর্কে নিম্নে আলােচনা করা হলাে-
(১) রাজার স্বেচ্ছাচারিতার ফসলঃ ম্যাকিয়াভেলির মতে, রাজার স্বেচ্ছাচারিতার জন্যও বুর্জোয়া ভাবধারার সৃষ্টি হতে পারে। তিনি বলেন, রাজা যদি স্বেচ্ছাচারী হয়, তাহলে বুর্জোয়ারা সুযােগ বুঝে রাজার বিরুদ্ধে বিদ্রোহ করে এবং বুর্জোয়া ভাবধারা প্রতিষ্ঠিত করতে চায়।
(২) রাজার কূটনৈতিক জ্ঞানের অভাবঃ ম্যাকিয়াভেলির মতে, রাজার কূটনৈতিক জ্ঞান ছাড়া রাষ্ট্র সুষ্ঠুভাবে চলতে পারে না। তিনি বলেন, যখনই রাজার মধ্যে কূটনৈতিক জ্ঞানের অভাব ঘটে তখনই ধুনিক শ্ৰেণী বুর্জোয়া ভাবধারার উত্থান ঘটাতে সক্ষম হয়।
(৩) রাজনীতি ও ধর্মের সংমিশ্রণঃ ম্যাকিয়াভেলি তৎকালীন ইতালির অবস্থা পর্যবেক্ষণ করে বলেন, রাজনীতি ও ধর্মের সংমিশ্রণের কারণেও বুর্জোয়া ভাবধারার আবির্ভাব ঘটে থাকে। সেজন্য তিনি বর্জোয়া ভাবধারার উত্থান রােধকল্পে রাজনীতি থেকে ধর্মকে পৃথক করার কথা বলেছেন।
(৪) দুর্নীতি পরায়ন প্রশাসনঃ তৎকালীন ইতালির প্রশাসন ছিল দুর্নীতিতে নিমজ্জিত। সমগ্র ইউরােপের মাধ্যে ইতালিতে সর্বাপেক্ষা বেশি দুর্নীতি বিদ্যমান ছিল। আর এ দুনীতিপরায়ণ প্রশাসন থেকে সে সময়ে বুর্জোয়া শ্রেণীর আবির্ভাব ঘটে বলে ম্যাকিয়াভেলি ধারণা দেন।
(৫) সামাজিক শ্রেনীবিন্যাস প্রতিহতঃ সামাজিক শ্রেণীবিন্যাসের কারণেও বুর্জোয়া ভাবধারার সষ্টি হতে পারে। তবে রাজা তার বুদ্ধিমত্তা ও কৌশল প্রয়ােগ করে সামাজিক শ্রেণীবিন্যাস প্রতিহত করতে পারে বলে ম্যাকিয়াভেলি মনে করেন।
পরিশেষঃ উপরিউক্ত আলােচনার পরিপ্রেক্ষিতে ম্যাকিয়াভেলি বুর্জোয়া ভাবধারাকে একটি বিবর্তিত ভাবধারা হিসেবে অভিহিত করেছেন। তিনি তার বিখ্যাত ‘Discourese’ গ্রন্থে বলেছেন, বুর্জোয়া ভাবধারা রাষ্ট্রে তখনই অবির্ভূত হবে যখন রাজা বৌদ্ধিক বিকাশের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হবেন। বুর্জোয়া ভাবধারার উত্থান রহিত করতে তিনি একটি আদর্শ রাষ্ট্রের দিক নির্দেশনা দান করেছেন এবং রাজাকে এ ব্যাপারে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন।
Leave a comment