মৌলঃ মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার নির্দিষ্ট পারমাণবিক সংখ্যা বিদ্যমান থাকে এবং একটি নিদিষ্ট প্রতীক দ্বারা প্রকাশ করা হয় তাকে মৌল বলে।
যেমনঃ হাইড্রোজেন একটি মৌল।
এর পারমাণবিক সংখ্যা 1 এবং এর প্রতীক H.
আবার, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11 এবং এর প্রতীক হচ্ছে Na. সুতরাং সোডিয়াম একটি মৌল।
পর্যায় সারণিতে বর্তমানে 118 টি মৌল বিদ্যমান আছে।
Leave a comment