মৌল ও যৌগের মধ্যে পার্থক্য নিম্নরূপঃ
১. মৌল হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা।
অপরদিকে, যৌগ হল মৌলিক ও যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা।
২. নির্দিষ্ট প্রতীক দ্বারা মৌলকে প্রকাশ করা হয়।
কিন্তু, যৌগকে নির্দিষ্ট সংকেত দ্বারা প্রকাশ করা হয়।
৩. মৌলগুলি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কনিকা দ্বারা গঠিত। অপরদিকে, যৌগসমূহ একাধিক পরমাণু রাসায়নিক বন্ধনের দ্বারা গঠিত হয়।
৪. পর্যায় সারণির নির্দিষ্ট স্থানে মৌল সমূহ অবস্থান করে।
কিন্তু, যৌগের ক্ষেত্রে এরূপ হয়না।
৫. মৌলের ক্ষুদ্রতম কণা হিসেবে পরমাণু সমূহই রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে।
কিন্তু, যৌগসমূহ রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না।
Leave a comment