মৌলের অনুঃ একই মৌলের একাধিক পরমাণু পরস্পরের সঙ্গে যুক্ত হলে তাকে মৌলের অনু বলে। আবার এদেরকে দ্বি-মৌলিক গ্যাস বলা হয়। যেমনঃ H₂ ; N₂ .

যৌগের অনুঃ ভিন্ন ভিন্ন মৌলের একাধিক পরমাণু পরস্পরের সঙ্গে যুক্ত হলে তাকে যৌগের অনু বলে। যেমনঃCO₂ ; H₂O .
কৃত্রিম মৌলঃ  যে মৌলিক পদার্থ গুলো গবেষণাগারে প্রস্তুত করা হয় তাকে কৃত্রিম মৌল বলে।

প্রাকৃতিক মৌলঃ  যে মৌলিক পদার্থ গুলো প্রকৃতিতে পাওয়া যায় তাদেরকে প্রাকৃতিক মৌল বলে।