আর্দ্র ফেরাস সালফেট ও অ্যামোনিয়াম সালফেটের মিশ্রণকে মোরের লবণ বলে।
এর রাসায়নিক সংকেত
FeSO₄.(NH₄)₂SO₄.6H₂O
প্রস্তুত প্রণালীঃ সম আয়তনের ফেরাস সালফেট ও অ্যামোনিয়াম সালফেটের দ্রবণকে 400 ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পায়িত করে গাঢ় করার পর শীতল করলে সবুজ বর্ণের মোর লবনের কেলাস পাওয়া যায়।
FeSO₄ +(NH₄)₂SO₄ +6H₂O —->
FeSO₄ .(NH₄)₂SO₄ .6H₂O
ধর্মঃ
১. মোরের লবণ হালকা সবুজ দানাদার পদার্থ।
২. ইহা পানিতে সহজে দ্রবণীয় এবং সহজে জারিত হয়।
ব্যবহারঃ
১. এটি আয়তনিক বিশ্লেষণে ব্যবহার করা হয়।
২. পরীক্ষাগারে ফেরাস সালফেটের বিকল্প হিসাবে এটি ব্যবহার করা হয়।
Leave a comment