মেডিক্যাল জুরিসপ্রুডেন্স

এর

আলোচ্য বিষয়সমূহ


সংজ্ঞা ও গুরুত্ব 

  • মেডিক্যাল জুরিসপ্রুডেন্স, ফরেনসিক মেডিসিন এবং লিগাল মেডিসিনের মধ্যে পার্থক্য এবং তাদের গুরুত্ব  
  • মেডিক্যাল আইনবিজ্ঞানের সাথে সংশ্লিষ্ট বিভাগ
  • মেডিক্যাল আইনবিজ্ঞানের সাথে পুলিশের সম্পৃক্ততা 

মেডিক্যাল সাক্ষ্য

  • সাক্ষ্যের গুরুত্ব
  • মেডিক্যাল সাক্ষীর দায়িত্ব ও কর্তব্য 
  • সাক্ষ্য প্রদানের বিধি বিধান
  • মেডিক্যাল সাক্ষীর সাক্ষ্যের ধরন
  • মেডিক্যাল সাক্ষীর জন্য উপদেশাবলী
  • স্বেচ্ছাপ্রণোদিত বক্তব্য 
  • মেডিক্যাল আইন সংক্রান্ত রিপোর্ট 
  • বিজ্ঞাপন
  • নিষেধাজ্ঞা 
  • পেশাগত অবহেলা
  • দেওয়ানী অসদাচরণ 
  • আপেক্ষিক চুক্তি
  • সাক্ষীর সুবিধা ও সীমাবদ্ধতা 
  • উচ্চতর আদালতের সিদ্ধান্তসমূহ
  • মেডিক্যাল সাক্ষ্যের প্রকারভেদ
  • চিকিৎসকের ক্ষেত্রে অন্যায় আচরণ বা অসদাচরণ 
  • অপরাধমূলক বা ফৌজদারী অসদাচরণ 
  • রোগীর কর্তব্য 
  • অংশদানকারী অবহেলা 
  • সহকারীদের গাফলতির জন্য চিকিৎসকের দায়িত্ব 
  • চিকিৎসকের অধিকার 
  • চিকিৎসকের কর্তব্য 
  • পেশাগত গোটনীয়তা 
  • স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার সম্মতি 

বাংলাদেশের বিচার ব্যবস্থা, ফৌজদারী আদালত সমূহের এখতিয়ার ও কার্যক্রম, জি. আর ও সি, আর মামলার স্তর এবং তদন্ত পদ্ধতি

  • বাংলাদেশের বিচার ব্যবস্থা
  • ফৌজদারী আদালত সমূহ 
  • ফৌজদারী আদালতসমূহের এখতিয়ার 
  • ফৌজদারী আদালতসমূহের ক্ষমতা 
  • ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারী মামলার বিচার কার্যক্রম 
  • দায়রা আদালতে ফৌজদারী মামলা বিচারের কার্যক্রম ও পদ্ধতি 
  • ফৌজদারী মামলা শুরু হতে বিচারের জন্য প্রস্তুত হওয়া পর্যন্ত স্তরসমূহ
  • জি. আর. কেসের ধারাবাহিক স্তরসমূহ
  • নন জি. আর. মামলা 
  • সি. আর. কেসের বিভিন্ন স্তরসমূহ 
  • কগনিজ্যাবল এবং নন-কগনিজ্যাবল অপরাধ
  • ইনকোয়েস্ট 
  • তদন্ত কর্মকর্তা 
  • মেডিক্যাল জুরিসপ্রুডেন্স ও সংশ্লিষ্ট আইন

আদালত অবমাননা আইন

  • আদালত অবমাননা আইন 
  • বিশ্লেষণ
  • আদালতে অবমাননার জন্য দণ্ড প্রদানের ক্ষমতা
  • সরকারি কর্মচারীগণের আইনানুগ কর্তৃত্ব অবমাননা সম্পর্কিত 
  • সরকারি কর্মচারী কর্তৃক যথাযথরূপে জারিকৃত আদেশ অমান্যকরণ 
  • দণ্ডবিধির ধারা 

অপরাধ উদ্ঘাটন

  • অপরাধ উদ্ঘাটনের প্রধান অসুবিধাসমূহ
  •  বাংলাদেশের অপরাধীদের শ্রেণীবিভাগ 
  • বাংলাদেশে বিশেষ ধরনের অপরাধ 

সনাক্তকরণ

  • সনাক্তকরণের প্রকারভেদ
  • জীবিত ব্যক্তি সনাক্ত 
  • মৃতদেহ সনাক্ত
  • চিকিৎসা আইনে সনাক্তকরণের গুরুত্ব 
  • সনাক্তকরণ ও শবদেহ পরীক্ষা 

জখম বা আঘাত

  • জখম বা আঘাতের সংজ্ঞা 
  • প্রকারভেদ
  • আহত ব্যক্তির পরীক্ষা
  • জখমের প্রকৃতি
  • জখমের দিক বা গতি
  • জখমের বৈশিষ্ট্য
  • জখমের অবস্থান 
  • জখমের সংখ্যা 
  • জখমী দেহের অবস্থান 
  • অস্ত্রের প্রকারভেদ 
  • অপরাধে ব্যবহৃত হাতিয়ার 
  • দোষাবহ নরহত্যা
  • আঘাতের উদ্দেশ্য নির্ধারণ 
  • মৃত্যুর কারণ সৃষ্টি করে এমন জখম 
  • মৃত্যুর কারণ হিসাবে জখমের শ্রেণীবিভাগ 
  • রক্তক্ষরণের ফলে মৃত্যু 
  • জখমের বয়স
  • অনেকগুলো জখমের মধ্যে কোনটি মৃত্যুর কারণ 
  • জখমের শ্রেণীবিভাগ