মেজারিং বা আয়তনমিতিক ফ্লাক্স হচ্ছে গোলাকার ও চ্যাপ্টা তলা বিশিষ্ট, লম্বা সরু গলা যুক্ত কাঁচের পাত্রকে মেজারিং ফ্লাস্ক বা আয়তনমিতিক ফ্লাক্স বলে।
মেজারিং ফ্লাক্সের নির্দিষ্ট পরিমাণ ধারণ ক্ষমতা বোঝানোর জন্য লম্বা সরু গলাতে একটি গোলাকার দাগ থাকে।
প্রমাণ দ্রবণ তৈরি করতে বা কোন দ্রবণ সংরক্ষণের কাজে আয়তনমিতিক ফ্লাক্স ব্যবহার করা হয়।
100ml, 250ml, 500ml, 1Lবিভিন্ন আয়তনের মেজারিং ফ্লাক্স পাওয়া যায়। মেজারিং ফ্লাক্সের মুখে কর্কের পরিবর্তে গ্লাস টপার ব্যবহার করা হয়। মেজারিং ফ্লাক্সের গায়ে TC প্রতীক দ্বারা to contain বোঝায়।
Leave a comment