১.৭ মূল্যবােধ সৃষ্টির প্রক্রিয়ায় হিসাববিজ্ঞানের ভূমিকা

Role of Accounting in Developing Values

প্রশ্নঃ মূল্যবােধ সৃষ্টিতে হিসাববিজ্ঞানের ভূমিকা মূল্যায়ন কর।

অথবা, মূল্যবােধ সৃষ্টির প্রক্রিয়ায় হিসাববিজ্ঞানের ভূমিকা আলোচনা কর।  

ভূমিকাঃ বস্তুগতভাবে দেশের অভ্যন্তরে ও বাইরে হিসাববিজ্ঞানের যথেষ্ট ভূমিকা থাকার পাশাপাশি মানুষের নৈতিক মূল্যবােধ সৃষ্টিতেও এর গুরুত্ব অপরিসীম। ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে শৃঙ্খলা আনয়ন এবং উন্নতি সাধনের লক্ষ্যে ভালোকে গ্রহণ ও মন্দকে বর্জন করার যে নীতি অনুসৃত হয় তাই মূল্যবােধ।

মূল্যবােধ সৃষ্টির প্রক্রিয়ায় হিসাববিজ্ঞানের ভূমিকাঃ মূল্যবােধ সৃষ্টি প্রক্রিয়ায় হিসাববিজ্ঞানের ভূমিকা নিচে সংক্ষেপে আলােচনা করা হলাে—

  • সৃষ্টিকর্তা কর্তৃক প্রদত্ত সম্পদের সঠিক ব্যবহার ও বণ্টন করা সমাজের প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব ও কর্তব্য যার মাধ্যমে ধর্মীয় অনুশাসন পালিত হয়। আর এসব সম্পদের সঠিক ব্যবহার ও বণ্টনের জন্য সঠিক হিসাবরক্ষণ আবশ্যক।

  • কোনাে ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি হিসাব-নিকাশ করে চলে তাহলে তার পক্ষে অপ্রয়ােজনীয় খরচ পরিহার করা সম্ভব। ফলে মিতব্যয়িতা ও সঞ্চয়ী মনােভাব সৃষ্টি হয়।
  • সর্বক্ষেত্রে হিসাব সংরক্ষণের ফলে কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে তথা ব্যক্তিগত পর্যায়ে হিসাব সচেতনতা বৃদ্ধি পায় যা চরিত্র গঠনে সহায়তা করে।
  • হিসাববিজ্ঞানের বিভিন্ন কলা-কৌশল সম্পর্কে জ্ঞান থাকার ফলে একজন ব্যক্তি আত্মবিশ্বাস নিয়ে আত্মকর্মসংস্থানমূলক কোনাে কাজের মাধ্যমে আত্মনির্ভরশীলতা অর্জন করতে পারে।
  • হিসাববিজ্ঞান ব্যবস্থায় নির্দিষ্ট হিসাবকাল শেষে আর্থিক প্রতিবেদন প্রস্তুত করতে হয়। এ আর্থিক প্রতিবেদন থেকে প্রতিষ্ঠান তার ঋণ পরিশােধ ক্ষমতা যাচাই করতে পারে। সুতরাং বলা যায় যে, ঋণ পরিশােধে সচেতনতা বৃদ্ধিতে হিসাব সহায়তা করে।

পরিশেষঃ উপরে উল্লেখিত আলোচনার প্রেক্ষিতে এ কথা সুস্পষ্ট যে, হিসাববিজ্ঞান আমাদের ব্যাক্তি জীবনকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে।