মূলক ও যৌগমূলকের মধ্যে পার্থক্য নিম্নরূপঃ

১. চার্জযুক্ত পরমাণু বা পরমাণুগুচ্ছকে মূলক বলে। 

যেমনঃ O²- ; K+ ; SO₄²- ইত্যাদি 

অপরদিকে, শুধু চার্জযুক্ত  পরমাণুগুচ্ছকে যৌগমূলক বলে। যেমনঃ  NO₃- ; CO₃²- ইত্যাদি 

২. সব যৌগমূলকেই মূলক বলা হয়। কিন্তু, সব মুলক যৌগমূলক নয়।