প্রশ্নঃ মুসলিম বিজয়ের প্রাক্কালে ভারত উপমহাদেশের অর্থনৈতিক অবস্থা সংক্ষেপে আলােচনা কর।
উপস্থাপনাঃ মুসলিম বিজয়ের প্রাক্কালে ভারতের অর্থনৈতিক অবস্থা ছিল যেমনি শােচনীয়, তেমনি ধর্মীয় স্বাধীনতা বলতে কিছুই ছিল না। এক শ্রেণির ধর্মযাজকের চাপিয়ে দেয়া রীতিই ধর্মের নামে অনুসরণ করতে হতাে। ঐতিহাসিক ওয়াল ব্যাস্ক বলেন, জাতি, ধর্ম ও ভাষার দিক থেকে ভারত উপমহাদেশ পৃথিবীর একটি জটিল দেশ। ড. স্মিথ বলেন- The partial Unity of India History vanish gs with Horsha. ফলে ৭১২ খ্রিস্টাব্দে আরব বীর মুজাহিদ মুহাম্মদ বিন কাসিম কর্তৃক সিন্ধু বিজয়ের মাধ্যমে ভারত উপমহাদেশে মুসলিম শাসনের সূত্রপাত হয়।
মুসলিম বিজয়ের প্রাক্কালে ভারতের অর্থনৈতিক অবস্থাঃ
১. বিভিন্ন বণিক শ্রেণির আগমনঃ ভি. ডি. মহাজন বলেন, প্রাকতিক সম্পদে সমৃদ্ধশালী এ উপমহাদেশের অধিবাসীদের আর্থিক অবস্থা ছিল সচ্ছল। এ দেশের অপ্রতুল ধনৈশ্বর্যে আকৃষ্ট হয়ে একদিকে যেমন বিদেশি বণিকরা এসেছিল ব্যবসায় বাণিজ্য করার জন্য, অন্যদিকে বিদেশি পরাশক্তি আক্রমণ করত লুণ্ঠন ও তাদের অধিকার প্রতিষ্ঠা করতে।
২. প্রধান পেশা কৃষিঃ ভারতবর্ষের লােকেরা ব্যবসায় বাণিজ্যে অগ্রগামী হলেও তারা প্রধান পেশা হিসেবে কৃষিকেই বেছে নিয়েছিল। এ অঞ্চলের বিরাট অংশই সেই সময় কৃষিকার্য করে জীবিকা নির্বাহ করত। ফলে ফসলের উৎপাদন বৃদ্ধি করার প্রতিযােগিতা চলত। এতে রাজ্যের উন্নতি ত্বরান্বিত হয়।
৩. শিল্পক্ষেত্রে উন্নতি সাধনঃ মুসলিম বিজয়ের প্রাক্কালে ভারতবর্ষে বিভিন্ন শিল্পের ব্যাপক প্রসার ঘটে। শিল্পজাত পণ্য বাজারজাতকরণের জন্য ভারতীয় বণিকরা বিভিন্ন দেশে ভ্রমণ করত। ঐতিহাসিক ঈশ্বরী প্রসাদ বলেন, কৃষির সাথে সাথে দেশের শিল্পখাত যথেষ্ট সমৃদ্ধি লাভ করেছিল। সে সময়ে কার্পাস বস্ত্রের জন্য গুজরাট ও বাংলাদেশ প্রসিদ্ধি লাভ করে।
৪. বিভিন্ন ইমারত তৈরিঃ সমাজের অভিজাত শ্রেণির ব্যক্তিগণ বিলাসিতা ও আড়ম্বরপূর্ণ জীবন যাপন করলেও তারা নানাবিধ জনকল্যাণমূলক প্রতিষ্ঠান নির্মাণে উদ্যোগী ছিলেন।
৫. স্বাবলম্বী গ্রামঃ মুসলিম বিজয়ের প্রাক্কালে ভারত উপমহাদেশে শহর বা নগর সভ্যতা গড়ে ওঠেনি। তাই গ্রামগুলােকেই দেশ উন্নয়নের প্রাথমিক ইউনিট হিসেবে গণ্য করা হতাে। অর্থনৈতিক দিক দিয়ে গ্রামগুলাে ছিল স্বাবলম্বী। ফলে গ্রামের মানুষের ব্যবহার্য জিনিসপত্রগুলাে গ্রামেই পাওয়া যেত।
৬. প্রাকৃতিক দুর্যোগঃ ভারতবর্ষের জনগণ প্রাকৃতিক দুর্যোগের কাছে চিরদিনই অসহায় ছিল। ধনসম্পদের প্রাচুর্য সত্ত্বেও মাঝে মাঝে প্রাকৃতিক দুর্যোগে। জনসাধারণ নিঃস্ব হয়ে যেত। ফলে বহু মানুষ অনাহার ও মহামারীতে প্রাণ হারাত।
৭. বিভিন্ন আচার অনুষ্ঠান পালনঃ ঐতিহাসিক ড. মােহর আলী বলেন, মুসলিম বিজয়ের প্রাক্কালে ভারতবর্ষের জনগণ বিভিন্ন অনুষ্ঠান করে অনেক অর্থ ব্যয় করত। কারণ তাদের অনুষ্ঠানের সংখ্যা ছিল অনেক।
৮. ব্রাহ্মণদের প্রাধান্যঃ তৎকালে ব্রাহ্মণদের ছাড়া কোনাে অনুষ্ঠানই সম্পন্ন হতাে না। তারা সকল অনুষ্ঠানে পৌরােহিত্য করত। এর মাধ্যমে তারা অনেক অর্থ উপার্জন করত।
৯. অর্থনীতির উৎসঃ ঐতিহাসিক মহাজন বলেন, মুসলিম বিজয়ের প্রাক্কালে ভারতবর্ষে রাষ্ট্রীয় আয়ের উৎস ছিল ভূমি রাজস্ব, আবগারী ও বাণিজ্য শুল্ক, পথকর, জলকর, অনুগত রাজন্যবর্গের নিকট থেকে প্রাপ্ত কর ইত্যাদি।
১০. শ্রেণিগত বৈষম্যঃ মােটামুটিভাবে জনসাধারণের আর্থিক অবস্থা সচ্ছল হলেও দরিদ্র কৃষক এবং সম্ভ্রান্ত পরিবারের লােকজনের জীবনযাত্রায় ব্যাপক পার্থক্য পরিলক্ষিত হতাে। সাধারণ মানুষ ব্যাপক পরিশ্রম করে তাদের জীবিকা অর্জন করত। অপরদিকে উচ্চ শ্রেণির লােকেরা কখনাে এসব কাজ করত না; বরং তারা আরাম আয়েশে নিমজ্জিত থাকত।
১১. দুর্ভিক্ষের হানাঃ ভারতবর্ষে সম্পদের প্রাচুর্য থাকলেও মাঝে মধ্যে দুর্ভিক্ষ দেখা দিত। এর পেছনে সম্ভবত অস্থিতিশীল অবস্থা, প্রশাসনিক দুর্বলতা, মজুতদারী প্রথা, সার্বিক অব্যবস্থাপনা প্রভৃতি দায়ী ছিল। এ সময় দ্রব্যমূল্য বৃদ্ধি পেত।
উপসংহারঃ উপরিউক্ত আলােচনায় প্রতীয়মান হয়, মুসলিম আগমনের প্রাক্কালে ভারত ছিল এক অন্ধকারাচ্ছন্ন উপমহাদেশ। আর্থ-সামাজিক ও ধর্মীয় জীবনে অনৈক্য, বিশৃঙ্খলা ও কুসংস্কার ভারত উপমহাদেশে মানবতার প্রগতি স্তিমিত করে রেখেছিল।
Leave a comment